খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক বলেছেন, নগরবাসী একটি প্রত্যাশাই ব্যক্ত করতে চাই, ‘আসুন খুলনাকে বাঁচাই’, যার মধ্য দিয়ে আগামী প্রজন্মের জন্য সুবসতি গড়ে ওঠবে। আপনাদের কাছে আমার প্রার্থনা হলো; আপনারা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী কেন্দ্রে যাবেন। মনে চাইলে আমাকে ভোট দেবেন। না চাইলে, যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। তবুও আপনারা নির্বাচনকে সফল করে তুলবেন। কারণ আপনারাই হলেন এই দেশ ও জাতির স্বপ্নের সারথী। দয়া করে এই রাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়া ও এর স্বপ্নকে ব্যর্থতায় পরিগণিত হতে দেবেন না। ভোটকেন্দ্রে আপনাদের সাহসী উপস্থিতি রচিত হতে পারে নতুন ইতিহাস। যে ইতিহাসের স্বাক্ষী প্রস্তুত নগরীর প্রায় লক্ষাধিক নতুন ভোটার। তারা ভোটার হলেও গত একযুগেরও বেশি সময় বিভিন্ন কারণে ভোটারাধিকার থেকে বঞ্চিত। তাদেরকে নিরাশ করবেন না। এজন্য নবীণ-প্রবীণ সকলকে একই মোহনায় আসতে হবে। টেবিল ঘড়ি প্রতীক ব্যক্তি মুশফিকের নয়, এটি নগরবাসীর প্রতিবাদের প্রতীক। যা সময়ের দাবি এবং খুলনার হারানো ঐতিহ্য ফেরানোর প্রতীক। কম্পিত বুকে নয়, দীপ্ত পদভারে এগিয়ে চলুন, তাহলেই উড়বে বিজয়ের কেতন।
মেয়র প্রার্থী মুশফিক শনিবার দিনব্যাপী নগরীর বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে একথা বলেন।
তিনি নগরীর ১৮ নং ওয়ার্ডে গোবরচাকা, ১, ১৬ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে সর্বস্তরের মানুষের সঙ্গে গণসংযোগ করেন এবং টেবিল ঘড়ি প্রতীকে ভোট প্রার্থণা করেন।