সত্যিকার অর্থে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সুখী, সুন্দর, প্রেমময়, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করবার, আমরা সেই চেষ্টা করছি। আমাদের গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু ঐক্যের সাথে দেশটাকে নির্মাণ করার যে পথরেখা দেখাবে, এই জায়গায় আমাদের এখনো ব্যর্থতা আছে।’
শনিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় নগরীর সদর থানার ২৯নং ওয়ার্ড বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে ২৯নং ওয়ার্ড কেসিসির কার্যালয়ে সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনুর সার্বিক সহযোগিতায় এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
তিনি আরও বলেন, আসুন, আমরা উঠে দাঁড়াই। সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে সুস্পষ্ট সত্য সুন্দর একটা পথ নির্ধারণ করি। যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করি।’ প্রতিবছর শীতের তীব্রতায় এবং শৈত্য প্রবাহে দেশের স্বল্প আয়ের মানুষ শীত বস্ত্রের অভাবে কষ্ট করে থাকে। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে প্রচন্ড শীতের মধ্যে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসার আহবান জানান।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, গিয়াসউদ্দীন বনি, শামসুজ্জামান চঞ্চল, তরিকুল্লাহ খান, ইশহাক তালুকদার, মেজবাহ উদ্দিন মিজু, জাহিদ কামাল টিটো, নাজমুল হক
মুকুল, সেলিম বড় মিয়া, সামসুল আলম বাদল, সিরাজুল ইসলাম সিরাজ, কবির বিশ্বাস, কামরুল বিশ্বাস, ফাইজুর রহমান খোকন, আলী আশরাফ, হারুনার রশিদ, নুরুল ইসলাম নুরু, প্রমুখ।