চ্যানেল খুলনা ডেস্কঃনগরীর আড়ংঘাটার বকুলতলা খানজাহান আলী জুট ট্রেডার্স নামে পাটের একটি ঝুট গোডাউনে গতকাল শনিবার রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এর আগে ২০১৭ সালের ১৮ জানুয়ারি গোডাউনটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল।
আগুনের শিখা দেখে স্থানীয় ফায়ার সার্ভিস অফিসে ফোন দিলেও তা রিসিভ করে কথা না বলে জানিয়েছেন পার্শ্ববর্তী বাড়ির লোকজন। পরে সহায়তা চেয়ে ৯৯৯ নম্বরে ফোন করার পর গতকাল সন্ধ্যায় আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এদিকে গোডাউনের সীমানায় একটি সাইনবোর্ডে লেখা রয়েছে এই গোডাউনের মালামাল এসবিএসি ব্যাংক লিঃ খারাবাদ বাইনতলা শাখায় দায়বদ্ধ। সার্বিকভাবে অগ্নিকান্ডের ঘটনাটি রহস্যজনক মনে করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, খানজাহান আলী জুট ট্রেডার্সের মালিক দীর্ঘদিন যাবত আবাসিক এলাকার মধ্যে পাট গোডাউন তৈরি করে ব্যবসা চালিয়ে আসছে। ২০১৭ সালের ১৮ জানুয়ারি গোডাউনটিতে প্রথম দফায় রহস্যজনকভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় পার্শ্ববর্তী একাধিক বাড়িঘর পুড়ে ভস্মীভূত হয়। সেখানে নামমাত্র ক্ষতিপূরণ দিয়ে এলাকাবাসীর বাধায় কর্ণপাত না করে আবারো গোডাউন বানিয়ে পাটের ঝুটের ব্যবসা শুরু করে। শনিবার সকাল থেকে গোডাউনের ভেতরে রাখা পাটের অবশিষ্ট অংশে সামান্য অগ্নিপাতের সূত্রপাতের পর গোডাউন মালিককে পার্শ্ববর্তী লোকজন অবহিত করলে তিনি কর্ণপাত করেনি। পরে স্থানীয় দৌলতপুর কৃষি কলেজ ফায়ার সার্ভিসে একাধিকবার ফোন দেওয়া হলে তা কেটে দেয়। অবশেষে ৯৯৯ ফোন করার পর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গোডাউনের আগুন নেভানোর কাজ করে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, বসত বাড়ির মধ্যে কি ভাবে পাটের গোডাউন করার অনুমতি পায় এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ম্যানেজ করে দেদারসে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন দৌলতপুর ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ।