চ্যানেল খুলনা ডেস্কঃনগরীর আড়ংঘাটা বাইপাস সড়কে সিটি মেয়রের গাড়ির সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। তবে মেয়রসহ গাড়িতে থাকা অন্য আরোহীদের কোন ক্ষতি হয়নি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের আড়ংঘাটা বাইপাস সড়ক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষে মেয়র তালুকদার আব্দুল খালেককে বহনকারী গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রাইভেটকারটির সামনের অংশে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারসহ চালককে আটক করেছে পুলিশ। আটক চালক বাবু শেখ রূপসা উপজেলার কিসমত এলাকার খুলনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার প্রাইভেটকারের নম্বর চট্ট মেট্রো-গ- ১১-২৪৩৫।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম বলেন, আড়ংঘাটা বাইপাস মোড়ে মেয়রের গাড়িটি ঘুরাতে গেলে প্রাইভেটকারটি মেয়রকে বহনকারী গাড়ির বাম পাশে ধাক্কা দেয়। মেয়রের গাড়িটি নগরের শাহাপুরের শলুয়ার দিকে যাচ্ছিলো এবং প্রাইভেটকারটি একজন যাত্রী নিয়ে যশোর বিমানবন্দরের দিকে যাচ্ছিলো। দুর্ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারসহ চালককে আটক করে থানায় নিয়ে আসে। তিনি জানান, মেয়রের গাড়ির বামপাশের দরজাসহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রির্পোট (সন্ধ্যা ৭টা ২০ মিনিট) লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
এদিকে মেয়রের একটি ঘনিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা ওয়াসার এমডি ও দুই গানম্যান মেয়রের সঙ্গে গাড়িতে ছিলেন। মেয়র খুলনা ওয়াসার একটি কাজ পরিদর্শন করতে ডুমুরিয়ার শরাফপুর এলাকায় যাচ্ছিলেন।