চুয়াডাঙ্গায় ভারতে পাচারের সময় ১১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবি সদস্যরা পাচারকারীকে ধাওয়া করলেও তাকে আটক করতে সক্ষম হয়নি। আজ বুধবার (০১ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অতিরিক্ত পরিচালক নিস্তার আহমেদ স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল সোয়া ৭টার দিকে স্বর্ণের বার ভারতে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ঠাঁকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার কাজী আজাদের নেতৃত্বে টহল দল দর্শনা থানার সীমান্তের কবরস্থানের আমবাগানে ওত পেতে থাকে।
এ সময় দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের হঠাৎপাড়ার মোস্তাফিজুর রহমান বাইসাইকেলযোগে বাংলাদেশ থেকে ভারতের দিকে যাওয়ার সময় ধাওয়া করলে বাইসাইকেল ও কোমরে বাঁধা কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবির সদস্যরা ব্যাগটি থেকে তিন কেজি ৭৪০ গ্রাম (৩২০.৬৪ ভরি) ওজনের উন্নত মানের ১১টি বিভিন্ন সাইজের স্বর্ণের বার এবং বাইসাইকেল জব্দ করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫৮৯ টাকা।
অপরদিকে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পক্ষ থেকে উদ্ধার হওয়া স্বর্ণের বার দর্শনা থানায় হস্তান্তরসহ পলাতক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।