সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আ.লীগ নেতা গ্রেফতারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ | চ্যানেল খুলনা

আ.লীগ নেতা গ্রেফতারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

লক্ষীপুরের কমলনগর থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত চার শিক্ষার্থীকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় শনিবার গভীর রাতে উপজেলার চরলরেন্স থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম নুরুল করিম। তিনি চরলরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গ্রামের বাড়ি থেকে নুরুল করিমকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। লক্ষ্মীপুরে জেলা শহরের চার শিক্ষার্থী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে নুরুল করিমের গ্রেফতারে খুশি এলাকাবাসী। গ্রেফতারের খবরে উপজেলার তোরাবগঞ্জ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা। নুরুল করিমের বিরুদ্ধে প্রতারণা, জমি দখল, মারধর, হয়রানিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

স্থানীয় সেলুন দোকানি আরিফ হোসেন বলেন, ‘করিম আমাকে বিদেশ পাঠিয়ে কাজ না দিয়ে প্রতারণা করেছে। ঋণের টাকা এখনও পরিশোধ করতে পারিনি। টাকার চিন্তায় আমি অসুস্থ হয়ে পড়ছি।’ ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, ‘নুরুল করিম রাতের অন্ধকারে আমার দোকানঘর ভেঙে দখল করে নেয়। অনেকের কাছেই গেছি। কেউ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। টাকা দিয়ে তিনি সবাইকে ম্যানেজ করে নিতেন।’

চরলরেন্স ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. নুরুল করিম বলেন, ‘মানুষের দোকানপাট দখল করে ট্রলি চালক থেকে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে তিনি। বিদেশে নেওয়ার কথা বলে অনেকে গরীবের থেকে টাকা নিয়েছেন তিনি।’

তবে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে নুরুল করিম সম্প্রতি স্থানীয় সংবাদকর্মীদের কাছে দাবি করেছিলেন, ‘রাজনৈতিক কারণে একটি পক্ষ তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।’

লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাহাদাত হোসেন টিটো বলেন, ‘করিমকে বৈষম্যবিরোধী আন্দোলনের চার শিক্ষার্থী হত্যার ঘটনার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড

ঈদের কেনাকাটা করতে গিয়ে সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

মসজিদ থেকে ৫ লাখ টাকা লুট, সমন্বয়ক গ্রেপ্তার

ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক আটক

শহিদকন্যাকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

পিটিয়ে মায়ের হাত-পা ভেঙে ফেলেছে ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।