খবর বিজ্ঞপ্তি: খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে বিনা ভোটে অন্যায়ভাবে ক্ষমতায় বসে আছে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষের শান্তি শেষ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র চায়, মানুষ কথা বলতে চায় এবং ভোটের অধিকার ফিরে পেতে চায়। প্রশাসনের মধ্যেও দলীয়করণ চলছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ২৬ নং ওয়ার্ডে মাদ্রাসার শীতার্ত ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে মঞ্জু আরও বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে, তারা ক্ষমতায় আসার পর প্রশাসন তার নিরপেক্ষতা হারিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে নির্বাচন নির্বাচন খেলা করে এ ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়াসহ প্রায় ৫০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। এভাবে একটি দেশ চলতে পারেনা। অবৈধ সরকার হটাতে তিনি সকলকে এক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় নগরীর ২৬নং ওয়ার্ডের বসুপাড়া বাঁশতলা বায়তুন নাজিয়া জামে মসজিদ, শেরে বাংলা রোডস্থ আলকাতরা মোড়র নুরুল উলুম মাদ্রাসা এবং পশ্চিম বানিয়াখামার বরকতিয়া হাফিজিয়া মাদ্রসার শীতার্ত ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, একরামুল কবির মিল্টন, জামাল উদ্দিন, শেখ জামিল হোসেন, বাচ্চু মীর, শরীফুর ইসলাম বাবু, মোস্তফা কামাল, মাহমুদ হোসেন বাবু মোড়ল, আমিরুল ইসলাম বুলবুল, মনিরুল ইসলাম, হেদায়েত হোসেন হেদু, ওহেদুজ্জামান, ডা. আব্দুল হালিম, কিমিয়া শাহাদাৎ, আরিফুর রহমান আরিফ, সাজ্জাদ হোসেন, সরাফত হোসেন, মাহিম আহমেদ রুবেল, মিরাজুল ইসলাম, এমরান হোসেন, আব্দুল আহাদ শাহিন, শামীম রেজা, জনি, নাজমুল হোসেন, আবীর হোসেন প্রমুখ।