চ্যানেল খুলনা ডেস্কঃসিরিজের শেষ টি-টুয়েন্টি ম্যাচে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। সেঞ্চুরিয়নে চার-ছক্কার বন্যায় ২০ ওভারে ৬ উইকেটে ২২২ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে স্বাগতিকরা।
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক কুইন্টন ডি কক। এরপর উদ্বোধনী জুটিতে ঝড় তোলেন ডি কক ও টেন্ডা বাভুমা। পাওয়ার প্লের ৬ ওভারেই এ দুইজন স্কোরবোর্ডে জমা করেন ৬৫ রান। ৭.৪ ওভারে ৮৪ রানের বিধ্বংসী জুটি গড়ে তোলেন তারা। ২৪ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৫ রান করে ডি কক আউট হলে ভাঙে তাদের জুটি। এরপর স্থায়ী হতে পারেননি বাভুমাও। ২৪ বলে ৪৯ রান করে আউট হন এ ব্যাটসম্যান। বাভুমা হাঁকান ৪টি চারের সঙ্গে ৩টি বিশাল ছক্কা।
এ দিন ব্যর্থ হন ফন ডার ডুসেন। ৯ বলে ১১ রান করে আউট হন তিনি। ৩ উইকেট হারালেও ঝড় অব্যাহত রাখেন হেনরিক ক্লাসেন। এ ব্যাটসম্যানকে সঙ্গ দেন ডেভিড মিলার। ৩৩ বলের ঝড়ে ক্লাসেন করেন ৬৬ রান। সমান ৪টি চার ও ছক্কা হাঁকান তিনি। শেষ দিকে তাণ্ডব চালান মিলারও। ৩ চার ও ২ ছয়ে ১৯ বলে তিনি করেন ৩৫ রান। ২০ ওভারে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২২২। ইংলিশ বোলার টম কারান ও বেন স্টোকস ২টি করে উইকেট শিকার করেন। তিন ম্যাচের সিরিজে আগের দুই ম্যাচে দুই দলই সমান একটি করে জয় পেয়েছে। ফলে এ ম্যাচে জয়ী দলই জিতবে সিরিজ।