সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ইংলিশদের ওপর তাণ্ডব চালাল দক্ষিণ আফ্রিকা | চ্যানেল খুলনা

ইংলিশদের ওপর তাণ্ডব চালাল দক্ষিণ আফ্রিকা

CENTURION, SOUTH AFRICA - FEBRUARY 16: Heinrich Klaasen of South Africa celebrates his 50 during the Third T20 International match between South Africa and England at Supersport Park on February 16, 2020 in Centurion, South Africa. (Photo by Dan Mullan/Getty Images)

চ্যানেল খুলনা ডেস্কঃসিরিজের শেষ টি-টুয়েন্টি ম্যাচে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। সেঞ্চুরিয়নে চার-ছক্কার বন্যায় ২০ ওভারে ৬ উইকেটে ২২২ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে স্বাগতিকরা।

ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক কুইন্টন ডি কক। এরপর উদ্বোধনী জুটিতে ঝড় তোলেন ডি কক ও টেন্ডা বাভুমা। পাওয়ার প্লের ৬ ওভারেই এ দুইজন স্কোরবোর্ডে জমা করেন ৬৫ রান। ৭.৪ ওভারে ৮৪ রানের বিধ্বংসী জুটি গড়ে তোলেন তারা। ২৪ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৫ রান করে ডি কক আউট হলে ভাঙে তাদের জুটি। এরপর স্থায়ী হতে পারেননি বাভুমাও। ২৪ বলে ৪৯ রান করে আউট হন এ ব্যাটসম্যান। বাভুমা হাঁকান ৪টি চারের সঙ্গে ৩টি বিশাল ছক্কা।

এ দিন ব্যর্থ হন ফন ডার ডুসেন। ৯ বলে ১১ রান করে আউট হন তিনি। ৩ উইকেট হারালেও ঝড় অব্যাহত রাখেন হেনরিক ক্লাসেন। এ ব্যাটসম্যানকে সঙ্গ দেন ডেভিড মিলার। ৩৩ বলের ঝড়ে ক্লাসেন করেন ৬৬ রান। সমান ৪টি চার ও ছক্কা হাঁকান তিনি। শেষ দিকে তাণ্ডব চালান মিলারও। ৩ চার ও ২ ছয়ে ১৯ বলে তিনি করেন ৩৫ রান। ২০ ওভারে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২২২। ইংলিশ বোলার টম কারান ও বেন স্টোকস ২টি করে উইকেট শিকার করেন। তিন ম্যাচের সিরিজে আগের দুই ম্যাচে দুই দলই সমান একটি করে জয় পেয়েছে। ফলে এ ম্যাচে জয়ী দলই জিতবে সিরিজ।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।