খুলনায় প্রথমবারের মত ইংলিশ মেইট এর আয়োজনে অনুষ্ঠিত হল ” IDP IELTS OPEN DAY” ।
বৃহস্পতিবার বিকালে ইংলিশ মেইট এর কার্যালয়ে IELTS এর গুরুত্বপূর্ণ বিষয় সমুহ তুলে ধরে সেমিনার পরিচালনা করেন IDP IELTS এর সমন্বয়ক আবিদ খান শুভ।
তিনি উপস্থিত শিক্ষার্থীদের বাংলাদেশের বাহিরে পড়াশুনার উপায় সহ IELTS পরীক্ষার খুটিনাটি কৌশল নিয়ে আলোচনা করেন। এছাড়াও কিভাবে অল্প সময়ে IELTS পরীক্ষায় ভালো ফলাফল পাওয়া যায় সে বিষয়ে কথা বলেন। পরে ইংলিশ মেইট এর ম্যানেজিং ডিরেক্টর মো: শাহরিয়ার হোসেন ছাব্বির শুদ্ধ উচ্চারণ এবং সাবলীলভাবে কিভাবে ইংলিশে কথা বলা যায় তা উল্লেখ করেন।
এসময় এ আয়োজনে উপস্থিত ছিলেন, কেএমপি’র ট্রাফিক ইন্সপেক্টর আল মামুন, ইমপেল ওভারসিস এডুকেশনের পরিচালক মোঃ শেখ এনায়েত আলী রিপন এবং রায়াম ইউ এডুকেশনের কানট্রি ডিরেক্টর শফিউল আজম রাজ প্রমুখ।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অত্যন্ত ফলপ্রসু একটি সেমিনার উপভোগ করেছে এবং এতে তাদের বাংলাদেশের বাহিরে উচ্চ শিক্ষা গ্রহণে বেশ সহজ হবে বলে মন্তব্য করেন।