ক্রীড়াঙ্গনে আবারও বাড়ছে করোনার থাবা। ইংল্যান্ড শিবিরে ৭ জন করোনাক্রান্ত থাকায় পাকিস্তানের বিপক্ষে নামতে হয়েছে দ্বিতীয় সারির দল নিয়ে। এদিকে ইংল্যান্ড সফরে আসা ভারতীয় দলের এক ক্রিকেটারেরও করোনা পজিটিভি এসেছে।
বর্তমানে ভারতের দুটি জাতীয় দল দুই দেশে অবস্থান করছে। একটি শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলতে আর আকেরটি ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে। প্রথমে শ্রীলঙ্কা দলে করোনাক্রান্ত হওয়ায় খেলা এক সপ্তাহ পিছিয়ে যায়।
এদিকে বিসিসিআই থেকে জানানো হয়েছে, লন্ডনে থাকা ২৩ সদস্যের দলের একজন করোনাক্রান্ত হয়েছে। তাকে দলের সাথে ডারহামে পাঠানো হবে না।
যদিও ভারতীয় দল থেকে সে ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি তবে বলা হয়েছে, সে ক্রিকেটার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে। তাই সবাইকে জনসমাগমের স্থল এড়িয়ে চলতে নির্দেশ দেয়া হয়েছে।
বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানান, ভারতীয় ক্রিকেটাররা সবাই কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছেন। যা কেবল সুরক্ষা দেয়। সম্পূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়না। তাই সবাইকে সদ্য শেষ হওয়া উম্বলডন বা ইউরো দেখতে যেতেও নিষেধ করা হয়েছিল।
বিরাট কোহলির নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। প্রথম টেস্ট শুরু হবে ৪ আগস্ট।