পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সাথে মতবিনিময় করেছেন উপজেলা চিংড়ি চাষী সমিতির নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, চিংড়ি চাষী সমিতির উপদেষ্টা ও মেয়র সেলিম জাহাঙ্গীর, উপদেষ্টা ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা ইবাদুল হক, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, সিনিয়র সহ-সভাপতি দাউদ শরীফ, আলহাজ্ব ইসতিয়ার রহমান শুভ ও বিশ্বজিৎ সরকার। সভায় চিংড়ি ঘেরের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়া চিংড়ি ঘেরের কারণে কোন সরকারি রাস্তা এবং কৃষি ফসলের ক্ষতি না হয় এ জন্য চিংড়ি জোন চিহ্নিতকরণের লক্ষে আগামী শনিবার চিংড়ি চাষীদের উপস্থিতিতে বিশেষ সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।