সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
ইউডায় ভর্তি মেলা শুরু | চ্যানেল খুলনা

ইউডায় ভর্তি মেলা শুরু

চ্যানেল খুলনা ডেস্কঃরাজধানীর অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) আয়োজন করেছে ১১ দিনব্যাপী উইন্টার সেশনের ভর্তি মেলা। রবিবার (১৭ নভেম্বর) থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী বুধবার (২৭ নভেম্বর) পর্যন্ত।

মেলায় অনার্স ও মাস্টার্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পাচ্ছেন পরিবারের আয়ের ভিত্তিতে টিউশন ফি নির্ধারণের সুযোগ, ভর্তি ফিতে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিশেষ ছাড়, এসএসসি ও এইচএসসি দুটোতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী পাবেন টিউশন ফি’র ওপর ১ লক্ষ টাকা বৃত্তি, যে কোনো একটিতে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী পাবেন ৫০ হাজার টাকা বৃত্তি।

এছাড়াও রয়েছে সরকার নির্ধারিত মুক্তিযোদ্ধা কোটায় এবং প্রত্যন্ত ও অনুন্নত অঞ্চলের মেধাবী অথচ দরিদ্র কোটায় বিনা বেতনে অধ্যায়নের সুযোগ। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মাসিক টিউশন ফি’র ওপর ১৫ শতাংশ বৃত্তি সুবিধা, মেয়ে শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ বৃত্তি সুবিধা। আদিবাসী/নৃ-গোষ্ঠী সন্তানদের জন্য মাসিক টিউশন ফি’র ওপর ১৫ শতাংশ ওয়েভার সুবিধা।

মাস্টার্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেলা উপলক্ষে ভর্তি ফি’তে তিন হাজার পর্যন্ত ছাড়। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫ এবং স্নাতকে ৩.৭৫ পাওয়া শিক্ষার্থীরা পাবেন টিউশন ফি’র ওপর ২৪ হাজার টাকা বৃত্তি। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫ এবং স্নাতক শ্রেণিতে সিজিপিএ ৩.৫ এর ওপরে প্রাপ্ত শিক্ষার্থীদের মোট টিউশন ফি’র ওপর ১২ হাজার টাকা বৃত্তি। এছাড়া আদিবাসী/নৃ-গোষ্ঠী সন্তানদের জন্য মাসিক টিউশন ফি’র ওপর ১৫ শতাংশ ওয়েভার সুবিধা।এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মাসিক টিউশন ফি’র ওপর ১৫ শতাংশ বৃত্তি সুবিধা, মেয়ে শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ বৃত্তি সুবিধা।

রবিবার দুপুর ১২টায় ইউডার সিএসই ভবনে মেলার উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডার প্রতিষ্ঠাতা ও চেয়্যারমান অধ্যাপক মুজিব খান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শরীফ, রেজিস্ট্রার ড. ইফফাত কায়েস চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়্যারমান, শিক্ষক, কর্মকর্তা ও ইউডার ছাত্রসংসদ প্রতিনিধি ও শিক্ষার্থীরা।

ভর্তি মেলায় ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মুজিব খান বলেন, মেধাবী অথচ বিত্তশালী নয় এমন শিক্ষার্থীদের জন্য আমরা আয়োজন করে থাকি ভর্তি মেলার। আমরা নানা দিক থেকে সুবিধা দেওয়ার চেষ্টা করছি তাদের, যাতে এ বিশ্ববিদ্যালয় প্রকৃত মেধাবী, অদম্য গরীব মেধাবীরা যেন উচ্চশিক্ষায় সুযোগ পান। তাই আমরা এবারও চাই পারিবারিক আয় ও শিক্ষার্থীর এসএসসি, এইচএসসির মেধার অর্জিত ফলের ভিত্তিতে অভিভাবকের সঙ্গে আলোচনা সাপেক্ষে তার ভর্তি ও মাসিক বেতন নির্ধারণ করতে। তবুও উচ্চশিক্ষা থেকে যেন কেউ বঞ্চিত না হয়।

প্রসঙ্গত, মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩/সি সাত মসজিদ রোড (ইউডা সিএসসি বিল্ডিং) এবং ৮০, সাত মসজিদ রোড (রেজিস্ট্রার ভবন), ধানমন্ডিতে ভর্তি হওয়া যাবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।