ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে লেস্টার সিটির বিপক্ষে অন্তত ড্র দরকার ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। কিন্তু ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সেটি করতে পারল না ওলে-গানার শোলস্কায়ারের দল।
লেস্টার সিটির কাছে ইউনাইটেড ঘরের মাঠে ২-১ গোলে হারায় নিশ্চিত হয়ে গেছে ম্যানচেস্টার সিটির শিরোপা। লিগের তিন ম্যাচ বাকি থাকতে সিটি এগিয়ে আছে ১০ পয়েন্টের ব্যবধানে, যা পেপ গার্দিওলার শিষ্যদের এনে দিয়েছে গত চার বছরে তৃতীয় লিগ শিরোপা।
মাত্র ৪৮ ঘণ্টা পরেই লিভারপুলের বিপক্ষে ম্যাচ, এ জন্য লেস্টারের বিপক্ষে দ্বিতীয় সারির একাদশ নামিয়েছিলেন শোলস্কায়ার। ছিলেন না ব্রুনো ফার্নান্দেজ, মার্কাস র্যাশফোর্ড ও এডিনসন কাভানির কেউই।
ম্যাচের মাত্র ১০ মিনিটেই গোল খায় ইউনাইটেড। লেস্টারের লেফট ব্যাক লুক টমাসের দারুণ এক ভলিতে পিছিয়ে পড়ে রেড ডেভিলরা।
তবে সমতায় ফিরতে সময় নেয়নি ইউনাইটেড। তিন জনকে কাটিয়ে দারুণ এক ফিনিশে তাদের সমতায় ফেরান তরুণ স্ট্রাইকার ম্যাসন গ্রিনউড। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
৬৬ মিনিটে মার্ক অলব্রাইটনের কর্নার থেকে গোল করে লেস্টারকে এগিয়ে নেন লেস্টারের সেন্টার ব্যাক ক্যাগলার সোয়ুঞ্চু।
বাকি সময়ে একে একে ফার্নান্দেজ, র্যাশফোর্ড ও কাভানিকে নামালেও লাভ হয়নি ইউনাইটেডের। তাতে করে নিজেরা হার তো মেনেছেনই, সঙ্গে প্রতিবেশী ম্যান সিটির হাতেও তুলে দিয়েছেন শিরোপা।
৩৫ ম্যাচ শেষে লিগে ৭০ পয়েন্ট ইউনাইটেডের। অন্যদিকে সমান ম্যাচে ম্যান সিটির পয়েন্ট ৮০।