আন্তর্জাতিক ডেস্কঃগত ২৫ বছরে মধ্যে ইউরোপে সবচেয়ে বেশি সেনা মোতায়েনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। এসব সেনাদের বড় একটি অংশ আগামী গ্রীষ্মে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। রাশিয়ার সঙ্গে উত্তেজনার ভেতরেই এই সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে জানায়, ২৫ বছরের মধ্যে ইউরোপে সবচেয়ে বেশি সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনার অংশ হিসেবে অঞ্চলটিতে নতুন করে ২০ হাজার সেনা মোতায়েন করা হবে।
ইউরোপে মোতায়েন মার্কিন পদাতিক বাহিনীর কমান্ডার জেনারেল ক্রিস্টোফার ক্যাভোলি জানান, আগামী বছরের মধ্যে আমেরিকা থেকে ইউরোপে ২০ হাজার সেনা মোতায়েন করা হবে। ইউরোপে বর্তমানে ৯ হাজার মার্কিন সেনা রয়েছে। নতুন ২০ হাজার সেনা তাদের সঙ্গে যুক্ত হবে।
জেনারেল ক্যাভোলি জানান, আগামী মে থেকে জুন মাসে ডিফেন্ডার ইউরোপ-টুয়েন্টি নামে একটি যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। ওই মহড়ায় অংশ নেবে এই সেনাদের বড় একটি অংশ। মোট ১০টি দেশ মহড়ায় অংশ নেবে।
জেনারেল ক্যাভোলি আরও জানান, আগামী ফেব্রুয়ারি থেকে আমেরিকার সেনারা ইউরোপে পৌঁছাতে শুরু করবে। তাদের সঙ্গে থাকবে ১৩ হাজার সামরিক সরঞ্জাম। যার মধ্যে ট্যাঙ্ক, গোলন্দাজ এবং পরিবহন যান থাকবে।
প্রসঙ্গত, ইউরোপে বাড়তি সেনা মোতায়েনের পরিকল্পনা বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগেই হুমকি দিয়ে রেখেছে রাশিয়া। তবে মার্কিন প্রশাসন সেই হুমকি উপেক্ষা করেই ২০ হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে।