চ্যানেল খুলনা ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে শ্বশুরবাড়িতে থাকায় এক ইতালি প্রবাসীকে আইসোলেশনে রাখার নির্দেশ এবং ইতালিফেরত জামাইকে বাড়িতে রাখার অপরাধে শ্বশুর তমিজ উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম।
শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার রূপসী এলাকার তমিজ উদ্দিনের বাড়িতে এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম জানান, গত ছয় দিন আগে ইতালি প্রবাসী ওই যুবক রূপসী এলাকায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। ছয় দিন ধরে তিনি সেখানেই অবস্থান করছিলেন। শুক্রবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ওই বাড়িতে গিয়ে ইতালি প্রবাসী জামাইকে একটি আলাদা কক্ষে আইসোলেশনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। তার সংস্পর্শে আসায় বাড়ির অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। ঢাকা থেকে আইইডিসিআর’র লোকজন এসে ওই প্রবাসীর স্বাস্থ্য পরীক্ষা করবে।