সারাদিনে উইকেট গেল মাত্র একটি, রান উঠল ২৮৮। আফগানিস্তানের হয়ে ইতিহাস গড়লেন হাশমতুল্লাহ শাহিদি, দলকে তুলে দিলেন রান পাহাড়ে। শেষ বিকেলে খেলতে নেমে উইকেট হারায়নি জিম্বাবুয়েও, তুলেছে ৫০ রান।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বৃহস্পতিবার ৩ উইকেট হারিয়ে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল আফগানিস্তান। দ্বিতীয় দিনে আফগানিস্তানকে রান পাহাড়ে চড়ানোর মূল কারিগর হাশমতুল্লাহ।
২৭৬ বলে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। অন্যদিকে আগের দিনে সেঞ্চুরি পাওয়া অধিনায়ক আসগর আফগানও ছিলেন বড় ইনিংসের পথে। তবে ১৪ চার ও ২ ছক্কায় ২৫৭ বলে ১৬৪ রান করে আউট হয়ে যায় তিনি।
হাশমতুল্লাহ পেয়ে যান নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। যেটি এর আগে আর কেউ করতে পারেননি তার দেশের। ২১ চার ও ১ ছক্কায় ৪৪৩ বলে ঠিক ২০০ রান করেন হাশমতুল্লাহ। তখনই ইনিংস ঘোষণা করে আফগানিস্তান।
দিনের শেষদিকে খেলতে নেমে ভালো শুরু পেয়েছে জিম্বাবুয়েও। ১৭ ওভার ব্যাট করে ৫০ রান তুলে কোনো উইকেট হারায়নি তারা। ৫১ বলে ২৯ রান নিয়ে প্রিন্স মাসভাউরে ও ৫১ বলে ১৪ রান নিয়ে কেভিন কাসুজা তৃতীয় দিন শুরু করবেন।