চ্যানেল খুলনা ডেস্কঃপ্রথমবার ফেডারেশন কাপের ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। সেমিফাইনালে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে পুরান ঢাকার ক্লাবটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (২ জানুয়ারি) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় মোহামেডান ও রহমতগঞ্জ। দীর্ঘ দশ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে ওঠার হাতছানি ছিল মোহামেডানের সামনে। অন্যদিকে রহমতগঞ্জ দাঁড়িয়ে ছিল প্রথম ফাইনাল থেকে এক ম্যাচ দূরে। শেষ হাসিটা অবশ্য রহমতগঞ্জই হেসেছে।
তারুণ্য নির্ভর দুই দলের লড়াইয়ে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটা রহমতগঞ্জই পায়। ম্যাচের শুরুতেই আক্রমণ শানে তারা। রহমতগঞ্জের আকপোপোভ আসরোরোভের বাঁকানো ফ্রি কিক অবশ্য দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক সুজন খান। তবে বেশিক্ষণ গোল বঞ্চিত থাকতে হয়নি রহমতগঞ্জকে। ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় তারা। দলের হয়ে গোল করেন উজবেকিস্তানের ফরোয়ার্ড তুরায়েভ আকোবি। শাহেদুল আলমের বাড়ানো ক্রসে দারুণ হেডে বল জালে জড়ান তিনি। প্রথমার্ধের বাকি সময় আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার আপ্রাণ চেষ্টা চালায় মোহামেডান। তবে বারবার আক্রমণ চালিয়েও সফল হয়নি তারা। ম্যাচের ৭৮ মিনিটে অবশ্য গোলের দেখা পায় মোহামেডান। তবে আমিনুর রহমান সজীবের সে গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপর অতিরিক্ত সময়ে নরিতোর হেড গোলপোস্ট ঘেঁষে বেড়িয়ে গেলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় ক্লাবটিকে।
শুক্রবার (০৩ জানুয়ারি) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলতে মাঠে নামবে বাংলাদেশ পুলিশ এফসি ও বসুন্ধরা কিংস। এ দুই দলের মধ্যে জয়ী দল হবে ফাইনালে রহমতগঞ্জের প্রতিপক্ষ।