মাগুরা -১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো “ইন্সুরেন্স এ্যামপ্লয়ী এসোসিয়েশন” মাগুরা শাখা।
রবিবার বিকালে মাগুরা শহরের জামরুল তলায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে “ইন্সুরেন্স এ্যামপ্লয়ী এসোসিয়েশন”এর সভাপতি মো: জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামানসহ “ইন্সুরেন্স এ্যামপ্লয়ী এসোসিয়েশন” এর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে এমপি মহোদয়কে শুভেচ্ছা জানান।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানির কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মাগুরা জেলা ইন্সুরেন্স এসোসিয়েশন এর মাধ্যমে ইন্সুরেন্স কোম্পানিগুলো জেলা ও উপজেলা পর্যায়ে দ্রুত গ্রাহক সেবার মানোন্নয়ন করা ও দেশের মানুষের কল্যাণে কাজ করা এবং একজন ইন্সুরেন্স কর্মকর্তা যেন সন্মান নিয়ে তার কাজ পরিচালনা করতে পারে সে বিষয়ে গুলোকে সামনে নিয়েই কাজ করবে এই নব গঠিত কমিটি।