চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মহানগর বিএনপি নগরবাসীর প্রতি আবারও করোনায় কর্মহীন গৃহবন্দী দরিদ্র্য মানুষের জন্যে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেবার আহ্বান জানিয়েছে। বিশেষ করে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সমিতি, ক্লাব, ব্যাংক-বীমা, টেলিকম কোম্পানী, সরকারি-আঁধা-সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও শিল্প কল-কারখানা মালিকরা প্রতি বছর মাহে রমজানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করি ইফতার মাহফিলে; আসুন এই করোনা মহামারীতে আমরা সেই অর্থ নি¤œ আয়ের মানুষকে প্রদান করে তাদের মুখে হাসি ফোঁটাই। আজ শনিবার ( ২ মে) খুলনা মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এই মানবিক আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি বরাদ্দ শতকরা ২০ভাগ; তাও আবার রাজনৈতিক চশমায় দেখে বন্টন ও সরকারের মিডিয়ায় প্রচারণা বেশি। করোনা ভাইরাসের রোগীদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা আছে, না খেয়ে কাউকে মরতে দেব না, সবই ‘বজ্র আটুনি ফসকা গেরো’র মতো। বাস্তবতা এই যে চিকিৎসার বেহাল অবস্থা ও খাদ্য অপ্রতুল; সিংহভাগ মানুষ না খেয়ে নিদারুণ কষ্টে আছে। প্রত্যহ ভূবুক্ষ মানুষ বিক্ষোভ করছে, কোথাও কোথাও কখনো কখনো চালের গাড়ীতে হামলা করছে।
বিবৃতিতে নেতবৃন্দ মানবিক খুলনাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, রাষ্ট্রের দিকে না তাকিয়ে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াই। এই মাহে রমজানে ঈদকে সামনে রেখে সে প্রস্তুতি আমাদের থাকতো- বাড়ীতে
ভূরিভোজের ব্যবস্থা ও নতুন পোশাক/কাপড়ের আয়োজন। এবার দেশের এই সংকটকালে গরীব-দুঃখী মানুষের মুখের দিকে তাকিয়ে সব অনুষ্ঠান ও অলংকরণ বন্ধ করে সেই অর্থ আর্তমানবতার সেবায় ব্যয় করি।
আসুন আমরা আরও মানবিক হই। আল্লাহ্ আমাদের সহায় হউন। বিবৃতিদাতারা হলেন বিএনপি’র চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদুভাই, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, আব্দুল জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এ্যাড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, মোঃ ইকবাল হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।-প্রেসবিজ্ঞপ্তি