খুলনা জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি, খুলনা দারুল উলুম মাদ্রাসার সাবেক নায়েবে মুহতামিম, বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসার সদরুল মুহতামিম মাওলানা রফিকুর রহমান বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৭ টা ২৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
খুলনা জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা রফিকুর রহমানের ইন্তোলে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে খুলনা বিএনপি নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলার, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব আবু হোসেন বাবু প্রমূখ।