আন্তর্জাতিক ডেস্কঃমধ্যপ্রাচ্যের দেশ ইরানের ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। খবর ‘আল-জাজিরা’। এ বিষয়ে রবিবার (১৬ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেন, যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে। যা একেবারেই অর্থহীন। আমরা তা যুক্তরাষ্ট্রকে বুঝানোর চেষ্টা করছি।
এ সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা সব ধরণের নিষেধাজ্ঞার বিরোধী। আমরা মনে করি, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় কোনো ফল আসবে না। বরং ইরানের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বাড়ানো উচিত।
মেভলুত চাভুসওগ্লু জানান, আমেরিকা ও ইরান ইস্যুতে একটা সমস্যা হলো ট্রাম্প নিঃশর্তভাবে বৈঠক চান। কিন্তু ইরান তা চায় না। ইরান তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো বৈঠক সম্ভব। তবে সেজন্য যুক্তরাষ্ট্রকে অন্তত কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে।