চ্যানেল খুলনা ডেস্কঃ শুক্রবার ইশা ছাত্র আন্দোলন খুলনা দৌলতপুর থানার বার্ষিক সম্মেলন শাখা সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি শেখ হাসান ওবায়দুল করীম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগরের সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ, প্রধান বক্তা তার আলোচনা শেষে ২০২০ সেশনের নব কমিটি ঘোষনা করেন। কমিটিতে সভাপতি হিসেবে মোঃ আলম গাজী, সহ-সভাপতি মোঃ ইমাম হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে এম এ রাকিব গোলদার এর নাম ঘোষণা করা হয়।
এদিকে ইশা ছাত্র আন্দোলন খুলনা খানজাহান আলী থানা শাখার বার্ষিক সম্মেলন জামিয়া কারিমীয়া মাদ্রাসা থানা সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও থানা সাধারণ সম্পাদক মাহতাব উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের নগর সভাপতি এইচ.এম. খালিদ সাইফুল্লাহ।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন “ইশা ছাত্র আন্দোলন আদর্শিক ভাবে সকল ছাত্র সংগঠনের উর্ধে। “সহিংস ও মারমুখী ছাত্র রাজনীতির কড়াল গ্রাস থেকে ছাত্র সমাজকে মুক্ত করতে আরো সোচ্চার ভূমিকা পালন করতে হবে। প্রধান বক্তা তার আলোচনা শেষে ২০২০ সেশনের খানজাহান আলী থানার নব কমিটি ঘোষনা করেন। কমিটিতে থানা সভাপতি রিয়াজ হাওলাদার, সহ-সভাপতি মুহা. হাসিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মাহতাব উদ্দীনের নাম ঘোষনা করা হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর প্রচার সম্পাদক মুহাঃ তরিকুল ইসলাম কাবীর, ইশা ছাত্র আন্দোলন নগর সহ-সভাপতি আব্দুস সালাম জায়েফ, সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ইসলাম আবীর, অর্থ সম্পাদক এম এম মাহদী হাসান, ইসলামী আন্দোলন নেতা মাওলানা সিরাজুল ইসলাম, খায়রুল আলম, লুৎফর রহমান, আমজাদ হোসেন, মাষ্টার মঈন উদ্দীন, শিমুল হাওলাদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুহাঃ ইয়াছিন, আব্দুল্লাহ ইমরান, রাকিবুল ইসলাম, ওমর ফারুক, আল মাহমুদ, তৌফিকুল ইসলাম রাজ, মাসুম বিল্লাহ, তানভীর হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।-খবর বিজ্ঞপ্তি