বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ খেলাফতে যুব ও ছাত্র মজলিসের আয়োজনে, নিরস্ত্র, বেসামরিক ফিলিস্তিনিদের উপরে ইসরাইলি বাহিনীর বর্বর গণহত্যা ও ভারতের মুসলমানদের উপরে নির্যাতনের প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) দুপুর ২ টায় মোল্লাহাট বাজার সোনালী ব্যাংক চত্বরে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার মডেল মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এছাড়াও সমাবেশে আগত বক্তারা বিশ্ব নেতাদের হস্তক্ষেপের মাধ্যমে এই গণহত্যা বন্ধে অতি শীগ্রই কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মজলিসের কেন্দ্রীয় সহকারি দপ্তর সম্পাদক মোল্লা খালেদ সাইফুল্লাহ, খিলাফতে মজলিসের উপজেলা সভাপতি আব্দুল কারিম কুরসি, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনিসুর রহমান, সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল উদ্দিন, মোল্লা উপজেলা যুব মজলিস সভাপতি মাওলানা ওয়ালিদ হাসান, এছাড়াও উপস্থিত ছিলেন মোহাব্বাত হোসাইন, হাফেজ মাওলানা ইমানুর রহমান, মুফতি আব্দুল কাদির প্রমূখ।