চ্যানেল খুলনা ডেস্কঃ ফিলিস্তিনের মাটিতে অবৈধ ইসরায়েল রাষ্ট্রকে দেওয়া যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বন্ধের দাবি জানিয়েছে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। মার্কিন কংগ্রেসের সদস্য রাশিদা তালিব ও ইলহান ওমরকে ইসরায়েলে প্রবেশ করতে দেওয়া না হলে এই আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ার দাবি করেন বার্নি স্যান্ডার্স।
মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল ‘এনবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নি স্যান্ডার্স বলেন, এটি অত্যন্ত অসম্মানজনক বিষয় যে, এমন একটি ভূখণ্ড যেটিকে আমরা শত শত কোটি ডলার সাহায্য দেই সেই ভূখণ্ডেই মার্কিন কংগ্রেসের একজন সদস্য যেতে পারবেন না। ইসরায়েল যদি কংগ্রেসওম্যানদের প্রস্তাবিত সফরের অনুমতি না দেয় তাহলে তেল আবিবকে অর্থ সহায়তা দেওয়া বন্ধ করে দিতে হবে।
এর আগে গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলীয় সদস্য ইলহান ওমর ও রাশিদা তালিবের ইসরায়েল সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের চালানো নির্যাতনের সমালোচনা করায় এই নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েল।
তবে রাশিদা তালিব ও ইলহান ওমরকে ইসরায়েল সফরের অনুমতি না দেওয়ার জন্য খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে নির্দেশ দিয়েছিলেন।
বার্নি স্যান্ডার্স আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের সাথে দলীয় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।