শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭ টায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান নগর সভাপতি মুফতী আমানুল্লাহ ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম সজীব মোল্লা, সহ প্রচার আব্দুর রশীদ, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দপ্তর মুফতী আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সহ প্রশিক্ষণ মাওঃ হাফিজুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক মাওঃ ইমরান হোসাইন, কৃষি ও শ্রম বিষয়ক আলহাজ্ব আমজাদ হোসেন, মহিলা ও পরিবার বিষয়ক ডাঃ মাওঃ নাসির উদ্দিন, নির্বাহী সদস্য মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব জাহিদুল ইসলাম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নগর সাংগঠনিক সম্পাদক মাওঃ আলী আহমদ, খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফ, লবণচরা থানার জয়েন্ট সেক্রেটারী মোঃ শফিউল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের নগর সাধারণ সম্পাদক গাজী মুরাদ হোসেন, যুব আন্দোলনের নগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, ইশা ছাত্র আন্দোলনের নগর অর্থ সম্পাদক মোঃ মেহেদী হাসান, প্রচার সম্পাদক মোঃ মাহদী হাসান মুন্না প্রমুখ।
সভায় ভারতের বাবরী মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করার ভিত্তিপ্রস্তর করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, লেবাননে শতাধিক হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন এবং বর্নাত্যদের কবলিত এলাকায় ত্রান সংগ্রহের জন্য কমিটি গঠন করা সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।-খবর বিজ্ঞপ্তি