ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার উদ্দোগে ও প্রশিক্ষণ বিভাগের ব্যাাবস্থাপনায় গতকাল সকাল ১০ টায় নগরীর গোয়ালখালীস্থ ফজলুল করিম (রহঃ) ফাউন্ডেশন মিলানায়তনে কর্মী তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। দুর্প্রযোগপুর্ণ প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে জেলার অর্ন্তগত সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শত শত কর্মী পত্যাশী নেতা কর্মীরা দিনব্যাপী এই তারবিয়াত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী হাফেজ মোঃ আসাদুল্লাহ আল গালীবের পরিচালনায় অনুষ্ঠিত তারবিয়াতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল, এবং কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ,কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ সম্পাদক মুফতী দেলোয়ার হোসাইন সাকী ।কর্মী তারবিয়াতে অতিথিবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন একটি সম্ভাবনাময়ী রাজনৈতিক প্লাটফর্ম। আজ সচেতন মহল ইসলামী আন্দোলন কে তৃতীয় শক্তি হিসেবে মূল্যায়ন করছেন। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই- ইসলামী আন্দোলন তৃতীয় শক্তি নয়; বিজয়ী শক্তি হবে, ইনশাআল্লাহ! নেতৃবৃন্দ আরো বলেন, এই সম্ভবনাকে বাস্তবায়নের মূল শক্তি হলো কর্মীগণ। কর্মীরা হলো সংগঠনের প্রাণ, চালিকাশক্তি। সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি ও পরিকল্পনা তাদের মাধ্যমে প্রকাশ পায়। তাই একজন কর্মী ব্যক্তি নন। একজন কর্মী সংগঠনে রূপ নেয়। তাই কর্মীর প্রতিটি কাজ অন্যের জন্য অনুসরণীয় মডেল হতে হবে। প্রতিটি মুহূর্ত দায়িত্বশীলকে সচেতন থাকতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশে এর সকল দায়িত্বশীলকে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিষ্ঠাবান, আত্মোৎসর্গী এবং দায়িত্ব পালনে সচেতন থাকতে হবে।তারবিয়াতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি মাওলানা মোঃ মুজিবুর রহমান,মাওলানা আবু সাইদ, সেক্রেটারী ,আলহাজ্ব জাহিদুল ইসলাম, মাওলানা মোঃ শায়খুল ইসলাম বিন হাসান, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মাওলানা হারুন অর রশিদ, মাওলানা মোঃ আঃ সত্তার, এসকে নাজমুল হাসান,মোহাঃ হুমায়ুন কবির,মাওলানা আসাদুল্লাহ হামিদী, মোঃ মেহেদী হাসান,মুফতি আব্দুল জব্বার আজমী,মাওলানা ওমর ফারখ, ইঞ্জিঃ সরদার মোঃ গোলাম সরোয়ার মুফতি ফয়জুল্লাহ, মাওঃ আশরাফ আলী,আলহাজ্ব জাহিদুল ইসলাম প্রমুখ।