ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার উদ্যোগে শনিবার (২৯ মার্চ) সূধিজনদের উদ্যোগে একটি বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর পাওয়ার হাউজ মোড়ে অবস্থিত আই.এবি মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি নগর সভাপতি মাহদী হাসান মুন্নার সভাপতিত্বে এবং নগর সাধারণ সম্পাদক মুহা. হাসিবুর রহমান শাকিল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি শেখ মুহাম্মাদ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন এবং ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ফেরদাউস গাজী সুমন।
আরও উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ আলফাত হোসেন লিটন, ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, মোঃ মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন সহ নগর ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা মাহফিলে রমজানের তাৎপর্য, সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধ অনুসরণের প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি মুফতি আমানুল্লাহ বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন কেবল একটি সংগঠন নয়, এটি একটি আদর্শিক আন্দোলন, যা সমাজে নৈতিকতা ও ইসলামী চেতনা বিকাশে কাজ করছে। রমজান আমাদের সংযম ও তাকওয়ার শিক্ষা দেয়, যা ব্যক্তি ও সমাজ জীবনে প্রয়োগ করা জরুরি।”
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সেক্রেটারি, মুফতি ইমরান হুসাইন।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ, মহানগরের নগর সহ-সভাপতি মুহা. বনী আমিন, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ, দাওয়াহ সম্পাদক আতিক হাসান, প্রকাশনা ও দপ্তর সম্পাদক শাহাদাত হুসাইন, অর্থ ও কল্যান সম্পাদক ওসমান নাদীম, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহা. মাসুম বিল্লাহ, কওমী সম্পাদক নাইম হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহরিয়ার নাফিস ও কার্যনির্বাহী সদস্য মুহা. ইয়ামিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।