চ্যানেল খুলনা ডেস্কঃ তারুণ্যের সেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ চেম্বার’ সারা বছর ব্যাপী রক্তদান সহ বিভিন্ন সেচ্ছাসেবা মূলক সামাজিক কার্যক্রম সংগঠিত করে থাকে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে নগরীর বয়রাস্থ বিআইএম ভবনে সংগঠনের বার্ষিক ‘সাধারন সভা ও কর্মী সম্মেলন’ অনুষ্ঠিত হয়। সারাবছর ব্যাপী কার্যক্রম সমূহ অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনিসুর রহমান
বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার খুলনার সহকারী আঞ্চলিক পরিচালক, মোঃ মামুন আকতার, সমাজ সেবা অধিদফতরের তত্বাবধায়ক কাজী মুহাম্মদ ইব্রাহীম, কেএমপি সোনাডাঙ্গা মডেল থানা অফিসার ইনচার্জ, মোঃ মমতাজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ চেম্বারের পরিচালক মোঃ জাকারিয়া হোসেন। সভার আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুছ সাকিব। অনুষ্ঠানে আমন্ত্রিত
অতিথিদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পাশাপাশি সংগঠনের সদস্য যারা দীর্ঘদিন যাবৎ রক্তদান করে আসছে, তাদেরকে গোল্ডেন অ্যাওয়ার্ড, সিলভার অ্যাওয়ার্ড ও ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং পরবর্তী বছরের কার্যনিবাহী পরিষদ ঘোষনা করা হয়। সর্বশেষে অনুষ্ঠান ব্যবস্থাপনায় যারা সহায়তা করেছে তাদেরকে বেষ্ট অর্গানাইজার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি