আন্তর্জাতিক ডেস্কঃইয়েমেনে মিলিটারি প্যারেডে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এই হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৯ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, রবিবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলে একটি মিলিটারি প্যারেডকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন।
এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে হামলার জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের প্যারা-মিলিটারি বাহিনী সিকিউরিটি বেল্ট ফোর্সে নিয়োগ উপলক্ষে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের শেষের দিকে মিলিটারি প্যারেডে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
সিকিউরিটি বেল্ট ফোর্স হলো সংযুক্ত আরব আমিরাত সমর্থিত একটি বাহিনী। এরা হুথিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারের সঙ্গে লড়ছে। সিকিউরিটি বেল্ট ফোর্সের কর্মকর্তারা হামলার জন্য হুথিদের দায়ী করেছেন। তবে হুথি বিদ্রোহীরা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে গত আগস্টে সিকিউরিটি বেল্ট ফোর্সের গ্র্যাজুয়েশন প্যারেডে হামলা চালায় হুথিরা। এতে অন্তত ৩০ জন নিহত হয়। ওই হামলার কারণেই এবারের হামলার জন্যও হুথিদের দায়ী করা হচ্ছে।