সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
ই-গভর্ন্যান্স এন্ড ইনোভেশন পরিকল্পনা কমিটির আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ই-গভর্ন্যান্স এন্ড ইনোভেশন পরিকল্পনা কমিটির আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় আবশ্যকীয় কৌশলগত উদ্দেশ্যসমূহের বিভিন্ন কর্মপরিকল্পনার অংশ হিসেবে বুধবার (২৭ ডিসেম্বর) ই-গভর্ন্যান্স এন্ড ইনোভেশন পরিকল্পনা কমিটির আয়োজনে ‘অনলাইন বেজড ওয়েবসাইট এডমিনিস্ট্রেশন এন্ড এডুকেশন-ইআরপি সিস্টেম ইমপ্রুভমেন্ট টু এনাবল এ স্মার্ট ইউনিভার্সিটি’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

তিনি বলেন, আমাদের প্রথম লক্ষ্য ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। আমরা সবসময় এদিকে অগ্রসর হচ্ছি। বিশেষ করে অফিসিয়াল কাজের পাশাপাশি শিক্ষার্থীসংশ্লিষ্ট সকল বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থা, রেজাল্ট, গ্রেডিংসহ বিভিন্ন বিষয়ের কারণে খুলনা বিশ্ববিদ্যালয় অনেক ক্ষেত্রে এগিয়ে। এখন আরও বেশি গতিশীল করার সঙ্গী আইসিটি সেল। তাদের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় ডিজিটাইজেশনের পথে এগিয়ে চলেছে। কোর্স রেজিস্ট্রেশন থেকে শুরু করে ভর্তি, রেজাল্ট প্রস্তুত, হলের সিট বরাদ্দ সবকিছুই অনলাইনে করা হচ্ছে। আমাদের নতুন প্রণীত ওবিই কারিকুলা বাস্তবায়নে স্টুডেন্ট ফিডব্যাক অত্যন্ত জরুরি একটা বিষয়। কোর্সটা কিভাবে আরও সুন্দরভাবে পরিচালনা করা যায়- এ বিষয়ে শিক্ষার্থীদের মতামত পেলে অনেক বিষয়ে বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি দূর করা সম্ভব হবে।

উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আইসিটি সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের নানা উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে খুলনা বিশ্ববিদ্যালয় নিজেদের আলাদাভাবে উপস্থাপন করেছে এবং অচিরেই বিশ্ববিদ্যালয়টির উৎকর্ষ সাধিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তাদের অংশগ্রহণে এ ধরনের একটি কর্মশালা আয়োজন করায় সংশ্লিষ্ট কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এবং আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. ইফতেখার শামস্। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও বিশ্ববিদ্যালয়ের এপিএ টিম লিডার প্রফেসর খান গোলাম কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন আইসিটি সেলের পরিচালক ও ই-গভর্ন্যান্স এন্ড ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট প্রফেসর ড. কাজী মাসুদুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন আইসিটি সেলের প্রোগ্রামার ইঞ্জি. রাহুল দেব মহালদার, কম্পিউটার প্রোগ্রামার ইঞ্জি. আইনুল মইন নূর এবং প্রোগ্রামার ইঞ্জি. মো. ফারুক হোসেন। ফিডব্যাক গ্রহণ করেন ই-গভর্ন্যান্স এন্ড ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট প্রফেসর ড. কাজী মাসুদুল আলম। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

খুবি‌ শিক্ষার্থীকে উত্তাক্ত করা আলমগীর গ্রেপ্তার

খুবিতে জুনিয়রের বিরুদ্ধে সিনিয়রকে মারধরের অভিযোগ

পেশাগত উন্নয়নে সফট স্কিলে দক্ষতা অর্জন বর্তমান সময়ে সবচেয়ে জরুরি : উপাচার্য

একুশের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে

খুবিতে ২০ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।