উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের উদ্ভোধনী দিনে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো ভেলোসিটি। সুপারনোভাসের সেরা দুই ব্যাটারের উইকেট তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশী পেসার জাহানারা আলম।
গতকাল বুধবার (৪ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজায় শুরু হয়েছে মেয়েদের আইপিএলখ্যাত এই টুর্নামেন্টের তৃতীয় আসর। প্রতিযোগীতার প্রথম ম্যাচে সুপারনোভাসকে ৫ উইকেটে হারিয়েছে জাহানারার দল ভেলোসিটি।
সোপারনোভাসের ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারে অধিনায়ক মিতালী রাজ হাতে বল তুলে দেয়ার পর মোট ৪ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নেন জাহানারা।
গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ৮ মাসের বিরতি কাটিয়ে খেলতে নেমেও বেশ ভালো বোলিং উপহার দিলেন তিনি। শুরুতে একটু কম গতিতে বল আর লাইন-লেংথ ঠিক করতে সমস্যা হলেও সামলে নেন দ্রুতই। প্রথম উইকেটের দেখা পেতে নিজের তৃতীয় ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় জাহানারাকে। ৩৯ বলে ৪৪ রান করে লং অনে ক্যাচ হয়ে ফেরেন আতাপাত্তু। নিজের পরের ওভারে ফেরান ২৭ বলে ৩১ রান করা সোপারনোভাস অধিনায়ক হারমানপ্রিত করকে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে সুপারনোভাস ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান তুলতে সক্ষম হয়।
জবাবে শুরুর ব্যাটিং বিপর্যয় কাটিয়ে সুষমা ভার্মা (৩৩ বলে ৩৪ রান) ও সানি লুসের (২১ বলে ৩৭ রান) ইনিংসে ভর করে জয় তুলে নেয় ভেলোসিটি।
উল্লেখ্য, গত আসরেও একই দলের হয়ে খেলেছেন জাহানারা। সেবার প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকলেও ফাইনালে দারুণ বোলিংয়ে ২ উইকেট শিকার করেন তিনি।
এবার বাংলাদেশের আরেক ক্রিকেটার সালমা খাতুন আছেন ট্রেইলব্লেজার্স দলে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাহানারাদের বিপক্ষে মাঠে নামবেন তারা।