নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিং নিয়ে শুরুটা বেশ ভালোই করেছিলো পাকিস্তান। সকাল সকাল দুই ওপেনারকে তুলে নিয়ে ভালো কিছুরই সংকেত দিয়েছিলো পাক বোলাররা। তবে শেষ পর্যন্ত আর সেই দাপট ধরে রাখতে পারেনি পাকিস্তান। উলটো পাকিস্তানের বোলারদের শাসন করে দাপট দেখিয়েছে কেইন উইলিয়ামসন,রস টেইলর,হেনরি নিকোলসরা।
মাউন্ট মাঙ্গুনুইতে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিনশেষে ৩ উইকেটে ২২২ রান তুলেছে নিউজিল্যান্ড। তবে নিজের ২৩ তম সেঞ্চুরি তুলে নিতে পারেনি কিউই ব্যাটার উইলিয়ানসন। ৯৪ রান নিয়ে অপরাজিত রয়েছেন তিনি। তার আরেক সঙ্গী নিকোলাস টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন ৪২ রান নিয়ে। পাকিস্তানের হয়ে তিন উইকেট নিয়েছেন শাহীন। ৫৫ রান দিয়ে উইকেট তিনটি নেন এই পেসার।
সকালে টস জিতে ফিল্ডিংয়ে নেমে টম ল্যাথাম,টম ব্ল্যান্ডেল দুজনকেই দ্রুতই প্যাভিলিয়ানের পথ দেখানা শাহীন আফ্রিদি। ১৩ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপে ছিলো কিউইরা।
তৃতীয় উইকেটে অধিনায়ক উইলিয়ামসের সাথে ১২০ রানের জুটি গড়েন টেইলর। ব্যক্তিগত ৭০ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন টেইলর। তারপর উইলিয়ামসনের সাথে জুটি গড়েন নিকোলাস। চতুর্থ উইকেটে ৮৯ রানের অপরাজিত থেকেই শেষ করেন প্রথম দিনের খেলা