উইসকনসিনে জিততে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও এপি এ তথ্য জানিয়েছে। এমনটি হলে তার ইলেকটোরাল ভোট বাড়বে ১১।
ফলে মিশিগান, নেভাডা ও অ্যারিজোনায় জিতলেই বাইডেনের ‘ম্যাজিক নম্বর’ ২৭০ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ তিন অঙ্গরাজ্যেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন তিনি। পরিপ্রেক্ষিতে স্পষ্ট, হোয়াইট হাউসের দ্বারপ্রান্তে বাইডেন।
বিষয়টি মেনে নিতে পারছে না ট্রাম্প শিবির। বিশেষত উইসকনসিনে বাইডেনের বিজয়ের পূর্বাভাস। তাই রাজ্যটিতে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।
অবশ্য এ নিয়ে নিজে থেকে কিছু বলেননি ট্রাম্প। তবে তার ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেফান বিবৃতিতে বলেন, উইসকনসিনের বেশ কিছু কাউন্টিতে ভোট গণনায় আমরা বহু অনিয়মের অভিযোগ পেয়েছি। যা ফলাফল প্রশ্নবিদ্ধ করতে পারে।
তিনি জানান, ট্রাম্প সেখানে ভোট পুনর্গণনার পক্ষে। সেই আবেদনই করা হচ্ছে।
উইসকনসিন সিটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাইডেন ৪৯.৪ শতাংশ এবং ট্রাম্প ৪৮.৮ শতাংশ ভোট পেয়েছেন। অথচ শুরুতে ব্যাপক এগিয়ে ছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট।
এপির সর্বশেষ তথ্য অনুযায়ী, বাইডেন ২৬৪ ইলেকটোরাল ভোট জিতে এগিয়ে আছেন। অন্যদিকে ট্রাম্প জিতেছেন ২১৪টি।