সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
উঠেছে নতুন পেঁয়াজ কেজি ১৯০ টাকা | চ্যানেল খুলনা

উঠেছে নতুন পেঁয়াজ কেজি ১৯০ টাকা

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার সর্ববৃহৎ মোকাম নগরীর বড় বাজারসহ একাধিক বাজারে উঠেছে দেশী নতুন পেঁয়াজ। তবে দাম ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে। প্রতি কেজি ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। গতকাল মঙ্গলবার কয়েকটি বাজারে ঘুরে আরও দেখা গেছে, তুরস্কের বড় সাইজের পেঁয়াজের কেজি ১৮০ টাকা, মিশরের পেঁয়াজ বড় ২৫০ টাকা ও ছোট সাইজেরটা ২৪০ টাকা দরে বিক্রি হয়েছে।
বড় বাজারের খুচরা বিক্রেতা মোঃ আবু তালেব জানান, নতুন পেঁয়াজ আজই প্রথম (৩ ডিসেম্বর) খুচরা বিক্রি করছি ১৯০ টাকা। দু’দিন আগে এই পেঁয়াজ আমি পাইকারী কিনেছিলাম ১৭০ টাকা দরে।
সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল সংলগ্ন পাইকারী কাঁচা বাজারের মেসার্স ইমরান বাণিজ্য ভান্ডারের রফিকুল ইসলাম জানান, নতুন দেশী পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। কিন্তু এ পেঁয়াজের দামও পুরাতন পেঁয়াজের চেয়ে কম না। আজ (মঙ্গলবার) দেশী পেঁয়াজ ১৭৫ টাকা কেজি দরে কিনে এনে ১৯০ টাকা দরে বিক্রি করতে হয়েছে। পুরাতন পেঁয়াজ ১৯০-২০০ টাকা দরে বিক্রি করছি।
এ পাইকারি বাজারের মেসার্স জিদান বাণিজ্য ভাণ্ডারের মোঃ জয়নাল আবেদীন জানান, নতুন পেঁয়াজের দাম কৃষক পর্যায় থেকেই বেশি। এরপর ফরিয়া, আড়তদার হয়ে পাইকার পর্যন্ত আসতে দাম আরও বেড়ে যাচ্ছে। তা খুচরা বাজারে পৌঁছালে দাম স্বাভাবিক থাকছে না।
ময়লাপোতা সন্ধ্যা বাজারের সুমি স্টোরের স্বত্বাধিকারী বলেন, তুরস্কের বড় সাইজের পেঁয়াজ ১৫০ থেকে ১৮০ টাকা, মিশরের ছোট সাইজেরটা ২৪০ টাকা ও বড় সাইজেরটা ২৫০ টাকা কেজি দরে খুচরা বিক্রি হচ্ছে।
নগরীর তারের পুকুর মোড়ের বিসমিল্ল¬াহ্ স্টোরের প্রোপ্রাইটর মোঃ হালিম বলেন, দু’ধরনের পেঁয়াজ খুচরা বিক্রি করছি। ছোটটা ২৪০ ও বড় সাইজেরটা ২৫০ টাকা কেজি দরে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।