বটিয়াঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়নে উত্তর শৈলমারী (ট্রলার ঘাট) বাজার ব্যবস্থাপনা কমিটির অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় উদ্বোধন উদ্বোধন করেন ইউপি সদস্য পদপ্রার্থী দুলাল উদ্দিন চৌধুরী ।
উত্তর শোলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোরঞ্জন মহলদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল মহালদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এবং ইউপি সদস্য পদপ্রার্থী দুলাল উদ্দিন চৌধুরী । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবেন্দ্রনাথ বৈরাগী, হারিচাঁদ ঢাকৌদার, মোঃ রসুন, রুস্তম, সমিতেষ,মনি শেখ, সুভাষ মহলদার, পরিতোষ, ফারুক, প্রিতম,দিলিপ মহলদার, মিন্টু শেখ, অনিমেষ মন্ডল, সরোজ ভট্টাচার্য, পাগোল মহলদার, আজগর শেখ সহ প্রমূখ।