সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
উপকূলীয় এলাকা কয়রায় বিএআরআই উদ্ভাবিত বারি ১ ও ২ তরমুজের উপর মাঠ দিবস | চ্যানেল খুলনা

উপকূলীয় এলাকা কয়রায় বিএআরআই উদ্ভাবিত বারি ১ ও ২ তরমুজের উপর মাঠ দিবস

উপকূলীয় এলাকা কয়রায় গোপালগঞ্জ জেলায় বিএআরআই এর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবেশ-প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদার করনের মাধ্যমে কৃষির উন্নয়ন প্রকল্প উদ্ভাবিত বারি ১ ও ২ তরমুজের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলার আমাদী ইউনিয়নে চন্ডিপুর গ্রামে সরাসরি কৃষকের মাঠে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগের আয়োজনে এ মাঠ অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে সভাপতিত্ব করেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. এমএম কামরুজ্জামান। সরেজমিন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ এসএম শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপপ্রকল্প পরিচালক ড. মোঃ হারুনর রশিদ, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মাশফিকুর রহমান, উপসহকারি কৃষি কর্মকর্তা নাইমুর রহমান, রাজু হোসেন, কৃষক লীগের সদস্য সচিব শাহিনুর রহমান, কৃষক জোবায়ের হোসেন, জামাল হোসেন। মাঠ দিবসে প্রধান অতিথি শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষকদের বীজ, সার ও সরেজমিনে পরামর্শ দিয়ে কয়রা উপজেলার গো, চারণ মাঠকে সবুজে সমারোহ করে তুলেছেন। মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. এমএম কামরুজ্জামান বলেন, বারি তরমুজ ১ ও ২ তরমুজ দেশীয় আবহাওয়া উপযোগী এসব তরমুজ সারা বছরই চাষ করা যাবে। দেশেই বীজ উৎপাদন ও সংরক্ষণ করা যাবে এ জাত দুটির। একটি জাতের তরমুজের ভেতর হবে হলুদ অন্যটি লাল। ড. হারুনর রশিদ বলেন, আমাদের দেশে মৌসুমী মৌসুমি তরমুজ চাষ হয় ফেব্রুয়ারি মাসে। এর ৮০-৯০ দিনের মধ্যে তরমুজ খাবারের উপযোগী হয়। এ জাতটি যখন অবমুক্ত হবে তখন কৃষক লাভবান হবে। কারন এটি একটি শতভাগ নিজস্ব আবহাওয়া উপযোগী জাত।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় দ্বিতীয় দিনের মত ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি চলছে

খুলনা মহানগর বিএনপির সভাপ‌তি মনা, ‍সম্পাদক তুহিন

পেশাগত উন্নয়নে সফট স্কিলে দক্ষতা অর্জন বর্তমান সময়ে সবচেয়ে জরুরি : উপাচার্য

খুলনা বিভাগের পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি খুলনা বিএনপির শ্রদ্ধা নিবেদন

কয়রায় যৌথ অভিযানে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।