জাগ্রত যুব সংঘ (জেজেএস) আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ক্রমাগত হুমকি হয়ে উঠেছে। যা নারী ও মেয়েদের উপর গুরুতর আর্থ-সামাজিক সমস্যার সৃষ্টি করছে। এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যে নারী ও মেয়েরা তুলনামূলকভাবে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হয় উল্লেখ করে বক্তারা উপক‚লীয় অঞ্চলে আশ্রয়কেন্দ্রে নারীদের জন্য পৃথক স্থান, নিরাপদ ল্যাট্রিন এবং পর্যাপ্ত আলোর সুবিধা সম্বলিত আশ্রয়কেন্দ্র তৈরির দাবি জানান। একইসাথে গর্ভবতী নারী এবং প্রতিবন্ধী ও দুর্বল জনগোষ্ঠীর জন্য উঁচু আশ্রয়কেন্দ্রের সাথে সঠিক যাতায়াত ব্যবস্থা সম্বলিত আশ্রয়কেন্দ্রের নকশা প্রণয়নেরও দাবি জানানো হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর রূপসা স্ট্রান্ড রোডস্থ সিএসএস আভা সেন্টারে কয়রা উপজেলায় নারী ও মেয়েদের দুর্যোগের ঝুঁকি বিষয়ক এ আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় জাপানের শাপলা নীর-এর সহযোগিতায় জেজেএস-এর প্রস্তুতি প্রকল্পের আওতায় পরিচালিত একটি গবেষণা কার্যক্রমেরও সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরা হয়।
জেজেএসএর নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেনের সভাপতিত্বে ও সমন্বয়কারী নাজমুল হুদার পরিচালনায় এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও প্রধান গবেষক মোঃ মোস্তাফিজুর রহমান। প্যানেল আলোচনায় অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ জাকির হোসেন এবং মাছরাঙা টিভির বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শাপলা নীরের প্রতিনিধি এমিকো ফুজিওকা, হিরোমি কাতসুই, তোমোকো উচিয়ামা, এমডি আনিছুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর রিফাত জাহান, কয়রা এলাকার বাসিন্দা বাসন্তী রানী মুন্ডা, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান সরদার, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, সিপিপি’র উপপরিচালক গোলাম কিবরিয়া, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরীফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন জাহান, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম, ডেইলী সান’র খুলনা প্রতিনিধি গাজী মনিরুজ্জামান প্রমুখ। এতে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম ও শিক্ষাবিদসহ গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা অংশ নেন।