অনলাইন ডেস্কঃগত বছরের মতো এবারও এইচএসসি পরীক্ষায় পাসের হারে বিভাগের ১০ জেলার মধ্যে শীর্ষে রয়েছে খুলনা জেলা। এ বছর খুলনার ১০১টি কলেজ থেকে ২৪ হাজার ৭৬৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২০ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৮৩ দশমিক ২৫ শতাংশ।
গত বছরও পাসের হারে বিভাগের সেরা ছিলো খুলনা। গত বছর খুলনার ৯৯টি কলেজ থেকে ২০ হাজার ৪২৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। এর মধ্যে পাস করেছিলো ১৩ হাজার ৯৮০ জন শিক্ষার্থী। পাশের হার ছিলো ৬৮ দশমিক ৪৫ শতাংশ।
বোর্ডের পক্ষ থেকে শীর্ষ তালিকা প্রকাশ না করায় সেরা কলেজ বের করা যায়নি। তবে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজই সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে বলে জানা গেছে। এ কলেজ থেকে ১০৪৬ জন পরীক্ষা দিয়ে ১ হাজার পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৪৫৬ জন। ফুলতলার মিলিটারি কলেজিয়েট স্কুল এন্ড কলেজ থেকে ৮৪ জন পরীক্ষা দিয়ে ৬৯ জন জিপিএ ৫ সহ শতভাগ পাস করেছে। সরকারি আযম খান কমার্স কলেজে ৪৯৯ জন পরীক্ষা দিয়ে ৪৭৪ জন পাস করেছে জিপিএ ৫ পেয়েছে মাত্র ৫ জন। সরকারি সুন্দরবন আদর্শ কলেজে ১১৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে ১১১০ জন পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৭৮ জন। খুলনা সরকারি মহিলা কলেজে ৬৩৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৬২২ জন পাস করেছে জিপিএ ৫ পেয়েছে ১৮৭ জন।
খুলনার বিভিন্ন কলেজগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বিগত দিনে বোর্ডে শীর্ষে অবস্থান করা কলেজগুলো এবারও ভালো ফলাফল করেছে। তবে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার হার গতবারের চেয়ে কমেছে। খুলনা সরকারি সিটি কলেজ, খুলনা পাবলিক কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, পাইওনিয়ার সরকারি বালিকা মহাবিদ্যালয়, এমসিএসকে অন্যান্য বারের মতো সেরা তালিকায় রয়েছে।
উপাধ্যক্ষ প্রফেসর সঞ্জিব কুমার ঘোষ বলেন, অন্য সরকারি কলেজগুলোতে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাই ভর্তি হয়। কিন্তু নতুন কলেজ হওয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অপেক্ষাকৃত খারাপ ছাত্ররাই এখানে ভর্তি হয়েছিলো। জিপিএ-৫ পাওয়া ৪ জনের মধ্যে ৫ জনই এসএসসি ‘এ’ পেয়েছিল। এই ফলাফলে আমরা অনেক খুশি।