চ্যানেল খুলনা ডেস্কঃনাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার বাতিল করতে হবে, পার্লামেন্ট বাতিল করতে হবে। এই সরকারকে নেমে যেতে হবে। গত বছর ২৯ ডিসেম্বর রাতে যা ঘটেছে সেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।
রবিবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।মাহমুদুর রহমান মান্না বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের কপালে যত কলঙ্ক লেগেছে তার মধ্যে সবচেয়ে বড় তিলক আওয়ামী লীগের কপালে। বাংলাদেশের ইতিহাসে খুবই গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করার জন্য আওয়ামী লীগের কৃতিত্ব দাবি করার অধিকার আছে। তেমনি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে কলঙ্ক রচনা করবার ইতিহাসও সেই দলটির আছে।
বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, জেএসডির তানিয়া রব, গণফোরাম নেতা অধ্যাপক আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।