চ্যানেল খুলনা ডেস্কঃ পূর্ব ভারতের সর্ববৃহৎ হাসপাতাল এএমআরআই খুলনাঞ্চলের মানুষের জন্য একটি আশীর্বাদ। এ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে এ অঞ্চলের মানুষ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে। এজন্য নগরীর আহসান আহমেদ রোডস্থ লাইফ ডায়াগনষ্টিক সেন্টারে এএমআরআই’র তথ্যকেন্দ্র খোলা হয়েছে। ওই তথ্যকেন্দ্র থেকেই কোলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অনিল কুমার মালাওয়াত।
তিনি গতকাল শনিবার রাতে নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ স্যাফরন রেস্টুরেন্টে খুলনার ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এমপ্লয়ীজ এ্যাসোসিয়েশনের(সিডিইএ) সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সিডিইএ সভাপতি মো: এনামুল কবিরের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তৃতা করেন, সিডিইএ’র সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম।
সৌরভ মন্ডলের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, এএমআরআই হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার নির্ঝর ঘোষ, তথ্যকেন্দ্রের কো-অর্ডিনেটর নাইমা সাহেদ, লাইফ ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুর রহমান, খুলনার অর্থনীতির প্রধান সম্পাদক শেখ মো: সেলিম, সিডিইএ’র সহ-সভাপতি মো: আনিস-উল গনি, কোষাধ্যক্ষ শাহিদুল ইসলাম শাহিদ, সহ-সাধারণ সম্পাদক এমএ রহিম, দপ্তর সম্পাদক এফএম খালিদ হাসান, প্রচার সম্পাদক শেখ হাসিবুর রহমান হাসিব, আইন সম্পাদক মো: আমিনুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো: আকবর আলী, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রেনুকা মহলদার, সহ-সাংগঠনিক সম্পাদক এসএম ইসমাইল হোসেন আকাশ, সহ-প্রচার সম্পাদক মো: আনোয়ার হোসেন, সহ-দপ্তর সম্পাদক খানজাহান আলী প্রিন্স, সদস্য লাভলী আহমেদ সোনালী, পরিতোষ কুমার, জিয়াউল হক জিয়া, হাসান, কুমুদ রায় প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা আরও বলেন, ৬শ’ ডাক্তার ও ছয় হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে ইতোমধ্যেই পূর্ব ভারতে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে কোলকাতার এএমআরআই হাসপাতাল। দীর্ঘদিন এ অঞ্চলে কাজ করতে গিয়ে দেখা গেছে যে, বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া মানুষগুলোকে পাসপোর্ট, ভিসা ও সীমান্ত জটিলতাসহ নানা ভোগান্তিতে পড়তে হয়। এজন্য এখানে বসেই যাতে তারা ভারতের ডাক্তার দেখাতে পারেন সে ব্যবস্থা করতেই খুলনায় তথ্যকেন্দ্র খোলা হয়েছে।