চ্যানেল খুলনা ডেস্কঃউপাচার্যের পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে পক্ষে-বিপক্ষে অভিযোগ দেয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর শিশু একাডেমিতে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস ২০১৯’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে জাবির বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থানের বিষয়ে জানতে চাইলে উপমন্ত্রী এসব কথা বলেন।
নওফেল বলেন, ‘আমরা উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। তবে আন্দোলনের কারণে ক্লাস বন্ধ থাকবে কেন আমরা তদন্তের আগে সম্মানিত শিক্ষকদের কাছে সে জবাব চাইব। বিশ্ববিদ্যালয় সরকারের অর্থে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে পরিচালিত হয়। একটা সন্দেহ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে এটা কেমন কথা। আমি সাধারণ শিক্ষার্থীদের কাছে এ প্রশ্ন রাখতে চাই।
অভিযোগের ভিত্তিতে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে উপমন্ত্রী বলেন, ‘আমরা আগে তদন্ত করি তারপর সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। সরকারের যেকোনো সিদ্ধান্ত আপনারা অবশ্যই জানতে পারবেন। সেখানে শিক্ষকরা আছেন। তারা জনগণের দেয়া টাকা থেকে বেতন নেন। কিন্তু তাদের কারণে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, এটা শিক্ষকতার কোন নৈতিকতার মধ্যে?’
মহিবুল হাসান বলেন, ‘সেখানে (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) কিছু শিক্ষক নিজেদের স্বার্থে আন্দোলন করে যাচ্ছেন। নিজেরা নেমেছেন, সাধারণ শিক্ষার্থীদেরও নামিয়েছেন। এগুলো কোন ধরনের কাজ?