সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
একদিনে কমেছে পাঁচ পণ্যের দাম | চ্যানেল খুলনা

একদিনে কমেছে পাঁচ পণ্যের দাম

চ্যানেল খুলনা ডেস্কঃ শনিবারের তুলনায় রোববার নিত্যপ্রয়োজনীয় পাঁচটি পণ্যের দাম কমেছে। এর মধ্যে রয়েছে- পোল্ট্রি মুরগি, ধনে, শুকনা মরিচ, তেজপাতা এবং ছোলা। এছাড়া গত এক সপ্তাহে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, হলুদের দাম কমেছে। গত এক সপ্তাহে একটিও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বংলাদেশ’র (টিসিবি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ানবাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যাম বাজার, কচুক্ষেত বাজার, মৌলভী বাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা এবং মীরপুর-১ নম্বর বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে টিসিবি।

একদিনের ব্যবধানে রোববার সব থেকে বেশি দাম কমেছে দেশি তেজপাতার। টিসিবির তথ্য অনুযায়ী, এক সপ্তাহে দেশি তেজপাতার দাম কমেছে ১১ দশমিক ৫৪ শতাংশ। ১০০ থেকে ১৪০ টাকা কেজি বিক্রি হওয়া তেজপাতার দাম কমে ১০০ থেকে ১৩০ টাকা কেজি হয়েছে। দেশি শুকনা মরিচের দাম ১০ দশমিক ৯১ শতাংশ কমে কেজি ২১০ থেকে ২৮০ টাকা হয়েছে, যা আগে ছিল ২৫০ থেকে ৩০০ টাকা কেজি।

দেশি শুকনো মরিচের পাশাপাশি দাম কমেছে আমদানি করা শুকনা মরিচের। একদিনের ব্যবধানে আমদানি করা শুকনো মরিচের দাম ৬ দশমিক ৪৫ শতাংশ কমে ২৬০ থেকে ৩২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পোল্ট্রি মুরগির দাম একদিনের ব্যবধানে ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে বলে জানিয়েছে টিসিবি। বিভিন্ন বাজারে পোল্ট্রি মুরগির কেজি ১৪০ থেকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে।

ধনের দাম ৭ দশমিক ৪১ শতাংশ কমে ১০০ থেকে ১৫০ টাকা কেজি বিক্রি। আর ছোলার দাম ৩ দশমিক ৫৭ শতাংশ কমে ৬৫ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে পেঁয়াজের ৩ দশমিক ৮৫ শতাংশ, রসুনের ৫ দশমিক ৫৬ শতাংশ, জিরার ১২ শতাংশ, হলুদের ১২ দশমিক ৫০ শতাংশ, আদার ৩ দশমিক ৪৫ শতাংশ এবং লুজ সয়াবিন তেলের ১ দশমিক ১৬ শতাংশ দাম কমেছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

‘দেশের মানুষের দারিদ্রের হার ১৮.৭০ শতাংশে নেমে এসেছে’

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।