সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
একুশের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে | চ্যানেল খুলনা

একুশের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) খুলনা বিশ্ববিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ৬.৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে কালোব্যাজ ধারণ করে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান কর্তৃক কালো পতাকা উত্তোলন করা হয়। পরে উপাচার্যের নেতৃত্বে প্রভাতফেরি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পৌঁছায় এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে সেখানে উপাচার্য শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন সরকারি ব্রজলাল কলেজ, খুলনার প্রাক্তন বিভাগীয় প্রধান (বাংলা) প্রফেসর মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।

সভার শুরুতে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি আমাদের চিরকালীন প্রেরণার উৎস। একুশ আমাদের শোষণ, আধিপত্যবাদ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস জোগায়। যার কারণে ’৫২- এর পরবর্তীতে ’৬৯ এর গণঅভ্যুত্থান এবং ’৭১ এর মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনের পর ’২৪ এর জুলাই অভ্যুত্থানে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। একুশের ধারাবাহিকতায় প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনেই ছাত্র ও তরুণ প্রজন্ম অগ্রণী ভূমিকা পালন করেছে। আর প্রতিটি আন্দোলনের মূলে ছিল- বৈষম্য ও বঞ্চনা দূর করা। বক্তারা আরও বলেন, একুশের চেতনা ও জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে।

বক্তারা বলেন, বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা ভাষাকে আমরা ভালবাসার পাশাপাশি শ্রদ্ধা করি। মাতৃভাষায় জ্ঞান চর্চা যতটা সহজ, অন্য ভাষায় ততটা কঠিন। উন্নত বিশ্বের দেশগুলোতে মাতৃভাষায় জ্ঞান চর্চা হয়ে থাকে। তাই বক্তারা আমাদের দেশে বিজ্ঞান, প্রকৌশল ও চিকিৎসাবিজ্ঞানের পুস্তক বাংলা ভাষায় রচিত কিংবা অনুবাদ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সভার শুরুতে বক্তারা ’৫২-এর ভাষা শহিদ, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ, আবু সাঈদসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন।

দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এবং বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন উদযাপন কমিটির সদস্য-সচিব ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক আইরিন আজহার ঊর্মি। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাদ জুম্মা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রশাসন ভবন সংলগ্ন মসজিদে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকাল ৪টা থেকে ৮টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অদম্য বাংলা সংলগ্ন মঞ্চে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের প্রযোজনায় নাটক ‘লাল জুলাই’ মঞ্চায়িত করা হবে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে জুনিয়রের বিরুদ্ধে সিনিয়রকে মারধরের অভিযোগ

পেশাগত উন্নয়নে সফট স্কিলে দক্ষতা অর্জন বর্তমান সময়ে সবচেয়ে জরুরি : উপাচার্য

একুশের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে

খুবিতে ২০ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব শুরু

খুবি উপকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো ঢাবির ভর্তি পরীক্ষা

খুবিতে হাতে-কলমে অগ্নি নির্বাপণের কলা-কৌশল শিখলেন শিক্ষার্থীরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।