আন্তর্জাতিক ডেস্কঃকাশ্মীরে স্বায়ত্তশাসন বাতিলের পর সাধারণ বাসিন্দাদের ওপর সেনা নির্যাতনের অভিযোগ উঠেছে। বেধড়ক পেটানো ও বৈদ্যুতিক শক দেয়ার কথা জানিয়েছেন ভুক্তভোগীরা।ভারতের এমন আচরণে গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি।এদিকে, কাশ্মীর স্বাধীন হওয়ার সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে সেনা নির্যাতনের অভিযোগ উঠছিল নানা মহলে। এবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, সাধারণ গ্রামবাসীদের হেফাজতে নিয়ে অমানবিক নির্যাতন করছে সেনাবাহিনী। তবে, এমন অভিযোগ অস্বীকার করেছে ভারত। নয়াদিল্লির দাবি, জম্মু কাশ্মীরে উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে পাকিস্তান।কাশ্মীর নিয়ে শুক্রবার ভারত সরকারের নিন্দা জানিয়ে পাকিস্তানজুড়ে বিক্ষোভ সমাবেশ হয়। ইসলামাবাদে সমাবেশে বক্তব্যে প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি দেন, ভারতকে প্রতিহত করতে তার সেনাবাহিনী প্রস্তুত আছে।
ইমরান খান বলেন, ‘ভারত হিটলারের মতো আচরণ করছে। নরেন্দ্র মোদি একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী। সারাবিশ্বই এখন তার আসল চেহারা দেখতে পাচ্ছে। কাশ্মীরের বাসিন্দাদের কিছু হলে ইটের জবাব পাথর দিয়ে দেয়া হবে। এছাড়া আমাদের আজাদ কাশ্মীরে হামলা হলে সেনাবাহিনী প্রস্তুত আছে এর সমুচিত জবাব দিতে। এখন সময় এসে গেছে কাশ্মীর স্বাধীন হওয়ার। এর মধ্যেই কাশ্মীরের পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শ্রীনগরে জঙ্গি হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।