সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এটি এম শামসুজ্জামানের যে অপূর্ণ ইচ্ছে গুলো | চ্যানেল খুলনা

এটি এম শামসুজ্জামানের যে অপূর্ণ ইচ্ছে গুলো

অপূর্ণ থেকে গেল এটিএম শামসুজ্জামানের শেষ ইচ্ছেগুলো। প্রয়াত অভিনেতা চেয়েছিলেন, মনের মতো করে একটি সিনেমা বানাবেন। সেই সিনেমার গল্পও তিনি লিখে রেখেছিলেন। খানিকটা সুস্থ হওয়ার পর সেই গল্পের চিত্রনাট্য লেখারও প্রস্তুতি নিচ্ছিলেন। শেষবারের মতো অভিনয় করারও ইচ্ছা ছিল। কিন্তু তার এই দুই ইচ্ছের কোনটিই আর পূরণ হলো না! তার আগেই চলে গেলেন না ফেরার দেশে।

জানা যায়, অভিনেত্রীর মৌসুমীর ইচ্ছা ছিল এটিএম শামসুজ্জামানের কাছ থেকে একটি চিত্রনাট্য নেওয়ার। এটিএমের কাছে চেয়েছিলেনও তিনি। কিন্তু চিত্রনাট্যটি আর পাওয়া হলো না মৌসুমীর।

গত বছর অক্টোবরে কিংবদন্তি এই অভিনেতার স্ত্রী রুনি জামান সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, এটিএম শামসুজ্জামানের শেষ ইচ্ছা মনের মতো একটি গল্প লিখবেন। সেই গল্পে নিজেই সিনেমা নির্মাণ করবেন। সেই চিত্রনাট্যই লেখার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। নিজের টাকা না থাকায় সেই চিত্রনাট্যে সিনেমা বানানোর জন্য অনেকের সঙ্গে কথাও বলেন এটিএম শামসুজ্জামান। কিন্তু কোথাও থেকে মেলেনি কোনো সাড়া! উপায়ান্তর না দেখে এক সময় তিনি ভেবেছিলেন টাকার জন্য সরকারের দ্বারস্থ হবেন। কিন্তু সব হিসেবে গড়মিল রেখে চলে গেলেন জনপ্রিয় এই খল অভিনেতা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে প্রায় ছয় দশকের দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে না ফেরার দেশে চলে যান কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান। মূল নাম আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান হলেও এটিএম শামসুজ্জামান নামেই তিনি তুমুল জনপ্রিয়তা পান। সিনেমা, নাটক, টেলিফিল্ম সব মাধ্যমেই সমান উজ্জ্বল ছিলেন দেশ বরেণ্য এই অভিনেতা।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আমার প্রেম এখন লকড হয়ে গেছে : পরীমণি

হিন্দি সিনেমা দেখা নিয়ে কেন এমন বললেন নাসিরুদ্দিন শাহ?

দ্বিতীয় সন্তানের মা হলেন আনুশকা

‘বেদ’ সিনেমার সাফল্যের পর ফের পরিচালনায় রীতেশ

শাকিব খানের নায়িকা হচ্ছেন মধুমিতা নাকি মিমি?

মাহির বিচ্ছেদ নিয়ে যা বললেন সোহানা সাবা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।