সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একই আবহাওয়ায় বেড়ে উঠেছে : আজিজুল বারী হেলাল | চ্যানেল খুলনা

পূজামন্ডপ পরিদর্শনকালে আজিজুল বারী হেলাল

এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একই আবহাওয়ায় বেড়ে উঠেছে : আজিজুল বারী হেলাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, গত ১৭ বছরের মধ্যে বাংলাদেশে এ বছর বৃহৎ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যদিয়ে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একই আবহাওয়ায় বেড়ে উঠেছে। সে কারনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এ দেশে কেউ সংখ্যালঘু নয়। হেলাল বলেন ৫ আগষ্ট অসুর শক্তিকে বিনাশের মধ্যে দিয়ে এদেশে বিপ্লব সংঘটিত হয়েছে। সেই বিপ্লবকে ধরে রাখা এবং অসুর শক্তিকে বিনাশ করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বিএনপি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসি উল্লেখ করে কেন্দ্রীয় এ নেতা আরো বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ, দখলবাজ, জুলুমবাজ, অত্যাচারী এবং সন্ত্রাসীদের ঠাঁই নাই। দলের পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর শিববাড়ি কালী মন্দিরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।

আজিজুল বারী হেলাল আরো বলেন, ১৭ বছর আগে মাফিয়া হাসিনা হটাও আন্দোলনে বিএনপি যে বীজ বপন করেছিলো গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মাধ্যমে সে বীজের ফসল ঘরে তুলেছে দেশের মানুষ। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, শিববাড়ি কালীমন্দির পুজা কমিটির সভাপতি মহাদেব সাহা, সাধারণ সম্পাদক সুকুমার সাহা, বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, একরামুল হক মিল্টন, শেখ জামাল উদ্দিন, মিজানুর রহমান মিলটন, মুজিবর রহমান, মুন্নী জামান প্রমূখ। পরে তিনি মহেশ্বরপাশা কালীবাড়ি মন্দির, ধর্মসভা মন্দির পরিদর্শন করেন।

নেতৃবৃন্দ মন্দিরগুলো পরিদর্শনকালে মণ্ডপের পূজারী, পূজার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। মহেশ্বরপাশা কালী মন্দিরে উপস্থিত ছিলেন, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, মুর্শিদ কামাল, ইমাম হোসেন, কাজী নেহিবুল হাসান নেহিম, শফিকুল আমিন লাভলু, আব্দুল মাজেদ, মাধব চন্দ্র রুদ্র, শ্যামল কুমার দাশ, অজয় কুমার দে প্রমূখ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

ট্রাইব্যুনালের বাইরে হাতজোড় করে দোয়া চাইলেন পলক

মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিন: গোলাম পরওয়ার

বিএনপি’র নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠিত হলে খুলনায় নিয়মিত আন্তর্জাতিক খেলাধুলা অনুষ্ঠিত হবে

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

খালেদা জিয়া-তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি মামলা বাতিল

শেখ হাসিনা যতই ষড়যন্ত্র করুক, কোনো কাজে আসবে না: এড. মনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।