চ্যানেল খুলনা ডেস্কঃ নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার Electrical and Electronic Engineering বিভাগের উদ্যোগে তিনদিন ব্যাপী কালার ফেষ্ট, ফ্লাশ মব, পোষ্টার প্রেজেন্টেশন, কুইজ কনষ্টেট, প্রোজেক্ট শো এবং কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়ে ঊঊঊ উধু-২০১৯ উৎযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, ড. মোঃ শাহজাহান। প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমানে বাংলাদেশের ডেমোগ্রাফিক লভ্যাংশের একটি জরিপ তুলে ধরেন এবং এই তথ্যপ্রযুক্তির যুগে ছাত্র সমাজকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং ইলেক্ট্রনিক প্রযুক্তিকে আরও আধুনিকায়ন করার প্রতি গুরুত্ব আরোপ করেন।
এনইউবিটিকে এর EEE বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজেদের তৈরী প্রোজেক্ট প্রদর্শন করে এবং অতিথিরা প্রোজেক্ট গুলো পর্যবেক্ষন করে তাদের উদ্ভাবনী চেতনার প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুয়েট এর EEE বিভাগ এর প্রফেসর ড. নূরন্নবী মোল্লা, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ECE বিভাগ, কুয়েট, মোঃ রোকনুজ্জামান, তত্তাবধায়ক প্রকৌশলী, খুলনা ওজোপাডিকো, অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মো: শাহ আলম সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, শিক্ষীর্থী ও কর্মকর্তা বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাওসার আহমেদ, বিভাগীয় প্রধান EEE বিভাগ,এনইউবিটিকে।-খবর বিজ্ঞপ্তি