চ্যানেল খুলনা ডেস্কঃকরোনা ভাইরাসে স্থবির নিম্ন আয়ের মানুষের জীবনধার। অঘোষিত লকডাউনে সারাদেশে কর্মহীন এ-সব মানুষের দিন কাটছে অনিয়মিত অনাহারে।দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে কর্মহীন মানুষের মাঝে ৫০পরিবারে কাঁচা সবজি খাদ্য সামগ্রী বিতরন করেছে এন/কে এবং এন/আই মহল্লার যুব কমিটি।
এতে উপস্থিত ছিলেন যুব কমিটির আহবায়ক খন্দকার বাদল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক হাফেজ আবু বকর সিদ্দীক, সদস্য সচিব মোঃ মোস্তফা, দপ্তর সম্পাদক আবু সালে শিমুল,কোষাধ্যক্ষ মোঃইমামুল ইসলাম সোহেল,মোঃ বিপ্লব,মোঃদুলাল হোসেন,মোঃশুভ ইসলাম,মোঃসজীব প্রমূখ।
আবু সালে শিমুল বলে দেশের এমন ভয়াবহ পরিস্থিতি আমাদের এই ত্রান-সাহায্যর কার্যক্রম চলবে।