চ্যানেল খুলনা ডেস্কঃকরোনা ভাইরাসের মধ্যেই খুলনা রেল স্টেশন থেকে পর্যায়ক্রমে ৫টি আন্তঃনগর এক্সপ্রেস চালু করা হয়েছে। এবার আগামী ২৭ আগস্ট থেকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ও খুলনা থেকে পার্বতীপুরগামী রকেট এক্সপ্রেস। এভাবে পর্যায়ক্রমে খুলনার সকল ট্রেন ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, করোনা ভাইরাসের শুরু থেকে মালবাহী ট্রেন বাদে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। পরে এক জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলনা থেকে দুইটি আন্তঃনগর এক্সপ্রেস চালু করা হয়। পরে আরও একটি চালু করা হয়। চালুকৃত রূপসা, কপোতাক্ষ ও চিত্রা এক্সপ্রেস স্টেশন থেকে দিনে চলাচল করতো। সুন্দরবন ও সীমান্ত এক্সপ্রেস চালুর মাধ্যমে রাতেও চলাচল করতে পারছেন যাত্রীরা। এবার খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ও খুলনা থেকে পার্বতীপুরগামী রকেট এক্সপ্রেস চালুর মাধ্যমে রাজশাহী ও পার্বতীপুরের যাত্রীদের যাতায়াত সহজ হবে। ট্রেন যাত্রার শুরুর ৫ দিন পূর্বে যাত্রীরা অনলাইনে তাদের টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে বিক্রিত কোন টিকিট ফেরত নেওয়া হবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।
খুলনা রেল স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, ১৬ আগস্ট থেকে সীমান্ত ও সুন্দরবন এক্সপ্রেস চালু করার মাধ্যমে সকল আন্তঃনগর এক্সপ্রেস চালু করা হয়েছে। আগামী ২৭ আগস্ট থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি ও পার্বতীপূরগামী রকেট এক্সপ্রেস চালু করা হবে। টিকিট অনলাইনের মাধ্যমেই সংগ্রহ করতে হবে যাত্রীদের।