চ্যানেল খুলনা ডেস্কঃ আসন্ন পবিত্র রমজান মাসে ঘরে বসে তারাবি পড়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা বিভাগের ৯টি জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ পরামর্শ দেন।
শেখ হাসিনা বলেন, ‘সামনে রোজা, এই রমজান মাসে আমাদের কোনো পণ্য পরিবহন ও খাদ্যসামগ্রীর কোনো অসুবিধা না হয়, সেজন্য আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। সেই সাথে এখানে তারাবির নামাজ… যেহেতু সৌদি আরব ও অন্যান্য দেশে হচ্ছে না, আমাদের এখানেও… যেহেতু ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যে কতগুলো নির্দেশনা দিয়েছে, সেটা মেনে আপনারা ঘরে বসে তারাবি পড়ুন। নিজের মনমতো করে পড়ুন।’
তিনি বলেন, ‘ আপনারা ঘরে বসে তারাবি পড়েন। যে যার মতো করে পড়েন। আল্লাহকে ডাকতে হবে। এবাদত করতে হবে আপনার মতো করে। যতটা ডাকতে পারবেন সেটাই আল্লাহ কবুল করবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘অযথা মসজিদে গিয়ে কেউ সংক্রমিত হলে সে আরেকজনকে সংক্রমিত করল। আপনারা নিজেরাও অন্যকে করবেন। সেটা কিন্তু করবেন না দয়া করে। এ বিষয়টা সবাই মেনে চলবেন সেটাই আমরা চাই।’
সরকার জনগণকে সুরক্ষা দেওয়ার সব ধরণের ব্যবস্থা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আসন্ন রমজানে যাতে পণ্য ও খাদ্য পরিবহন ব্যহত না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে।
শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাসের কারণে সারাবিশ্বেই মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়েছে। আমরা যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা নিয়েছি। কিন্তু বিদেশে বাঙালিরা ততোটা সুরক্ষা পায়নি। অনেক দেশেই অনেক বাঙালি মৃত্যুবরণ করেছেন।
প্রসঙ্গত, সিয়াম সাধনার মাস রমজানে মুসলমানরা রাতে এশার নামাজের পর ২০ রাকাত তারাবি নামাজ সমজিদে জামাতে আদায় করে থাকেন। আগামী ২৫ বা ২৬ এপ্রিল চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে রমজান মাস শুরু হবে